Alexa সেরা আবেদেনময়ী দীপিকা

ঢাকা, বুধবার   ২৪ জুলাই ২০১৯,   শ্রাবণ ৯ ১৪২৬,   ২০ জ্বিলকদ ১৪৪০

সেরা আবেদেনময়ী দীপিকা

বিনোদন ডেস্ক :: entertainment-desk

 প্রকাশিত: ০৯:৩৮ ৭ ডিসেম্বর ২০১৮   আপডেট: ০৯:৩৮ ৭ ডিসেম্বর ২০১৮

দীপিকা পাড়ুকোন

দীপিকা পাড়ুকোন

দীপিকা, আপনিই সেরা সেক্সি! হ্যাঁ, এ কথাই শুনেছেন নায়িকা। কিন্তু কারা বলছেন এ কথা?

সদ্য বিয়ে করেছেন দীপিকা পাড়ুকোন। তবে বর অর্থাৎ রণবীর সিংহ কিন্তু দীপিকাকে এই কমপ্লিমেন্ট দেননি। বরং এ তকমা দিচ্ছেন বিদেশিরা। আসল ঘটনাটি ঠিক কী?

ব্রিটেনের সংস্থা ‘ইস্টার্ন আই’একটি সমীক্ষা চালিয়েছিল। বিষয় ছিল, এশিয়ার সেক্সিয়েস্ট ওম্যান। আর সম্প্রতিই সেই সমীক্ষার ফল প্রকাশ হয়েছে। তাতেই চলতি বছর প্রথম স্থানে রয়েছেন দীপিকা।

দিন কয়েক আগে ফোর্বস ম্যাগাজিনের বিচারে বিত্তশালী ভারতীয় অভিনেতাদের তালিকায় স্থান পেয়েছেন দীপিকা। এবার তার নামের সঙ্গে জুড়ে গেল আরো এক সম্মান।

এই সমীক্ষায় দীপিকার পরে দ্বিতীয় স্থানে রয়েছেন প্রিয়ঙ্কা চোপড়া। তৃতীয় নিয়া শর্মা। এ ছাড়াও মাহিরা খান, আলিয়া ভাট্ট, সোনাম কাপুর, হিনা খান, ক্যাটরিনা কাইফের মতো তারকারা রয়েছেন প্রথম দশ জনের মধ্যে।

এই সমীক্ষা যারা চালিয়েছেন তাদের মধ্যে অন্যতম আসজাদ নাজিরের মতে, দীপিকার কেরিয়ারের সাফল্য তো আছেই। তাছাড়া ও অনেক বড় মনের মানুষ। অনেকের অনুপ্রেরণা। সেটাই এই সমীক্ষায় ওর প্রথম হওয়ার কারণ।

ডেইলি বাংলাদেশ/টিএএস