Alexa সেনা ও নৌবাহিনীর ৪৬ জনকে অনারারী পদোন্নতি

ঢাকা, বুধবার   ১৭ জুলাই ২০১৯,   শ্রাবণ ২ ১৪২৬,   ১৩ জ্বিলকদ ১৪৪০

সেনা ও নৌবাহিনীর ৪৬ জনকে অনারারী পদোন্নতি

নিজস্ব প্রতিবেদক ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ২০:০০ ২৫ মার্চ ২০১৯   আপডেট: ২০:০১ ২৫ মার্চ ২০১৯

ছবি- ডেইলি বাংলাদেশ

ছবি- ডেইলি বাংলাদেশ

স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনী ও নৌবাহিনীর মোট ৪৬ জনকে অনারারী পদোন্নতি দেয়া হয়েছে।

বাংলাদেশ সেনাবাহিনীর ১৪ জন অনারারী লেফটেন্যান্টকে অনারারী ক্যাপ্টেন পদে এবং ২২ জন মাস্টার ওয়ারেন্ট অফিসার পদমর্যাদার জুনিয়র কমিশন্ড অফিসারকে অনারারী লেফটেন্যান্ট পদে অনারারী কমিশন প্রদান করা হয়েছে। 

অপরদিকে, বাংলাদেশ নৌবাহিনীর ১০ জন মাষ্টার চীফ পেটি অফিসার (এমসিপিও) পদমর্যাদার জুনিয়র কমিশন্ড অফিসারকে অনারারী সাব লেফটেন্যান্ট পদে কমিশন প্রদান করা হয়েছে। 

সোমবার আন্ত:বাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) থেকে সহকারী পরিচালক রাশেদুল আলম খান এ তথ্য জানান।

বাংলাদেশ সেনাবাহিনীর ১৪ জন অনারারী লেফটেন্যান্ট থেকে অনারারী ক্যাপ্টেন পদে পদোন্নতি প্রাপ্তরা হলেন- অনারারী লেফটেন্যান্ট (গানার) মো. ফেরদৌস মিয়া, আর্টিলারি; অনারারী লেফটেন্যান্ট (গানার) মো. আসাদুল হক, আর্টিলারি; অনারারী লেফটেন্যান্ট (কার্পেন্টার) মো. আলমগীর হোসেন মোল্লা, ইঞ্জিনিয়ার্স; অনারারী লেফটেন্যান্ট (ওয়াইঅবএস) মো. এমদাদুল হক, সিগন্যালস; অনারারী লেফটেন্যান্ট (ক্রিপ্টো) মো. আককাছ আলী, সিগন্যালস; অনারারী লেফটেন্যান্ট (জিডি) মো. রফিকুল ইসলাম, ইস্ট বেংগল; অনারারী লেফটেন্যান্ট (করণিক) মো. কাউছারুল আলম, ইস্ট বেংগল; অনারারী লেফটেন্যান্ট (জিডি) মো. আছাদুজ্জামান, বীর; অনারারী লেফটেন্যান্ট (জিডি) মো. জাকির হোসেন ভূইয়া, বীর; অনারারী লেফটেন্যান্ট (জিডি) এইচ এম নূরুল ইসলাম, বীর; অনারারী লেফটেন্যান্ট (করণিক) মো. ইউনুচ আলী, এএসসি; অনারারী লেফটেন্যান্ট (এএগান) মো. রমিজ উদ্দিন, ইএমই; অনারারী লেফটেন্যান্ট (শিক্ষা জেসিও) মো. আনছার আলী, এইসি; অনারারী লেফটেন্যান্ট (ল্যাব. টেক.) মো. সামছুল আলম খান, এএমসি।

সেনাবাহিনীর ২২ জন মাষ্টার ওয়ারেন্ট অফিসার পদমর্যাদার জুনিয়র কমিশন্ড অফিসার থেকে অনারারী লেফটেন্যান্ট পদে কমিশন প্রাপ্তরা হলেন- মাস্টার ওয়ারেন্ট অফিসার (ওসিইউ) মো. শাহ জালাল, আর্টিলারি; মাস্টার ওয়ারেন্ট অফিসার (ডিএমটি) মো.  আশরাফুল আলম, আর্টিলারি; মাস্টার ওয়ারেন্ট অফিসার (গানার) মো. আব্দুল করিম, আর্টিলারি; মাস্টার ওয়ারেন্ট অফিসার (সার্ভেয়ার) মো. আ. রাজ্জাক, ইঞ্জিনিয়ার্স; মাস্টার ওয়ারেন্ট অফিসার (এসএমটি) মো. আক্কাছ আলী, ইঞ্জিনিয়ার্স; মাস্টার ওয়ারেন্ট অফিসার (ওবিএম) মো. আইয়ুব আলী, ইঞ্জিনিয়ার্স; মাস্টার ওয়ারেন্ট অফিসার (ওয়াইঅবএস)  শেখ আব্দুল মান্নান, সিগন্যালস; মাস্টার ওয়ারেন্ট অফিসার (করণিক) মোল্লা আবু জাফর,  ই বেংগল; মাস্টার ওয়ারেন্ট অফিসার (জিডি) মো. মোস্তফা কামাল, বীর; মাষ্টার ওয়ারেন্ট অফিসার (করণিক) মো. আইয়ুব আলী, বীর; মাস্টার ওয়ারেন্ট অফিসার (জিডি) মো. মোজাহার আলী, ইএমই; মাস্টার ওয়ারেন্ট অফিসার (করণিক) মো. জাহাঙ্গীর আলম, ইএমই; মাস্টার ওয়ারেন্ট অফিসার (এএভেহি.) মো. মনিরুজ্জামান মল্লিক, ইএমই; মাস্টার ওয়ারেন্ট অফিসার (এএভেহি.) মো. জাহাঙ্গীর আলম, ইএমই; মাস্টার ওয়ারেন্ট অফিসার (শিক্ষা জেসিও) মো. নজরুল ইসলাম, এইসি; মাস্টার ওয়ারেন্ট অফিসার (করণিক) মো. আসলাম উদ্দীন, এসিসি; মাস্টার ওয়ারেন্ট অফিসার (স্টেনো) এস এম হুমায়ুন কবির, এসিসি; মাস্টার ওয়ারেন্ট অফিসার (করণিক), মো. মতিউর রহমান, এসিসি; মাস্টার ওয়ারেন্ট অফিসার (করণিক) মো. আব্দুস ছালাম, এসিসি; মাস্টার ওয়ারেন্ট অফিসার (করণিক) মো. আবদুল আউয়াল, এসিসি; মাস্টার ওয়ারেন্ট অফিসার (স্টেনো) মো. সাইফুর রহমান, এসিসি; মাস্টার ওয়ারেন্ট অফিসার (ডিটি) মো. আলতাফ হোসেন প্রধান, এডিসি। 

এ দিকে বাংলাদেশ নৌবাহিনীর ১০ জন মাস্টার চীফ পেটি অফিসার (এমসিপিও) পদমর্যাদার জুনিয়র কমিশন্ড অফিসার থেকে অনারারী সাব-লেফটেন্যান্ট পদে কমিশন প্রদান করা হয়েছে। তারা হলেন- মোহাম্মদ নজরুল আমিন, এমসিপিও (কম); মো. মিজানুর রহমান, এমসিপিও (এক্স) (কিউআরপি-১); মোহাম্মদ ছরওয়ার জাহান, এমসিপিও (আর); মোহাম্মদ সোলায়মান আলী খান, এমসিপিও (ই); মোহাম্মদ আবদুস সেলিম খাঁন, এমসিপিও (এক্স) (জিআই); আলমগীর মোহাম্মদ মিজানুর রহমান, এমসিপিও (এক্স) (পিআরআই); মোহাম্মদ জহুরুল ইসলাম, এমসিপিও (এক্স) (জিএ-১); মোহাম্মদ আবদুল কাইয়ুম মিঞা, এমসিপিও (এস); দীপক কুমার বিশ্বাস, এমসিপিও (মেড)(আইসিএ);মোহাম্মদ সিরাজুল ইসলাম, এমসিপিও (ক্যাট)।

সেনা ও নৌবাহিনীর এই অনারারী কমিশন এ বছর ২৬ মার্চ থেকে কার্যকর হবে বলে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

ডেইলি বাংলাদেশ/এসবি/আরএইচ