Alexa সেই রেলওয়ে কর্মকর্তাকে গ্রেফতার করলো দুদক

ঢাকা, রোববার   ২১ জুলাই ২০১৯,   শ্রাবণ ৭ ১৪২৬,   ১৮ জ্বিলকদ ১৪৪০

অবৈধ সম্পদের পাহাড়

সেই রেলওয়ে কর্মকর্তাকে গ্রেফতার করলো দুদক

চট্টগ্রাম প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১৯:১৮ ২৫ জুন ২০১৯   আপডেট: ১৯:১৯ ২৫ জুন ২০১৯

ফাইল ছবি

ফাইল ছবি

চট্টগ্রামের আগ্রাবাদে মঙ্গলবার দুপুরে অবৈধ সম্পদ অর্জন ও আর্থিক লেনদেনের মামলায় এক রেলওয়ে কর্মকর্তাকে গ্রেফতার করেছে দুদক।

গ্রেফতার অলি উল্লাহ সুমন চট্টগ্রাম রেলওয়ের চিফ কর্মাশিয়াল ম্যানেজারের সহকারী দাবি পরিদর্শক। তিনি ময়মনসিংহের নান্দাইলের আব্দুর রহমানের ছেলে।

দুদকের উপ-সহকারী পরিচালক মো. শরীফ উদ্দিন জানান, অলি উল্লাহ সুমন চাকরিতে থাকার সময় রেলে চাকরির প্রলোভন, তদবির, ঠিকাদারদের কাজ পাইয়ে দেয়ার নামে ২০১৩ থেকে ২০১৭ সাল পর্যন্ত সাত কোটি ৩৪ লাখ ৪৮ হাজার টাকা আয় করেছেন।

মো. শরীফ উদ্দিন আরো জানান, তিনি বেশ কয়েকটি ব্যাংক অ্যাকাউন্ট ও কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এ অবৈধ অর্থ লেনদেন করেছেন। এছাড়া তার বিরুদ্ধে কিশোরগঞ্জে অবৈধ অর্থে জমি কেনার প্রমাণও পাওয়া গেছে।

ডেইলি বাংলাদেশ/এআর