Alexa সুরমায় মিলল সোয়া ২ কেজি ওজনের রূপালী ইলিশ!

ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০১৯,   অগ্রহায়ণ ৭ ১৪২৬,   ২৪ রবিউল আউয়াল ১৪৪১

Akash

সুরমায় মিলল সোয়া ২ কেজি ওজনের রূপালী ইলিশ!

নিজস্ব প্রতিবেদক ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১৪:১১ ২১ অক্টোবর ২০১৯   আপডেট: ১৪:১৭ ২১ অক্টোবর ২০১৯

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

সিলেটের সুরমা নদীতে এক জেলের জালে সোয়া দুই কেজি ওজনের একটি ইলিশ উঠে এসেছে। এছাড়া সে সময় পাঁচ থেকে ছয়টি রূপালী ইলিশও ধরা পড়ে।

রোববার বিকেলে নদীর লামাকাজীতে জেলে হামিদ উদ্দিনের জালে ইলিশগুলো ধরা পড়ে।

এ প্রসঙ্গে জেলে হামিদ উদ্দিন বলেন, আমরা দিনে কমপক্ষে দুই থেকে তিনবার সুরমার বুকে জাল ফেলি। কখনো এত বড় ইলিশের দেখা মেলেনি।

সিলেট সদর উপজেলা মৎস্য কর্মকর্তা দ্বিজরাজ বর্মণ বলেন, সিলেটে যে ইলিশগুলো মিলছে সেগুলো সাগরের নয়। এগুলো স্থানীয় প্রজাতির।

এর আগে সিলেটের চেঙ্গেরখাল নদে এবং গত বর্ষা মৌসুমে হাকালুকি হাওরে ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়েছিল। এছাড়া মাঝে মধ্যে সুরমা নদীতেও ধরা পড়ে ইলিশ।

ডেইলি বাংলাদেশ/জেডআর