Alexa সুবর্ণচরে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

ঢাকা, বৃহস্পতিবার   ২২ আগস্ট ২০১৯,   ভাদ্র ৭ ১৪২৬,   ২০ জ্বিলহজ্জ ১৪৪০

Akash

সুবর্ণচরে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

নোয়াখালী প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ২০:১২ ১৯ জুলাই ২০১৯  

ডেইলি বাংলাদেশ

ডেইলি বাংলাদেশ

নোয়াখালীর সুবর্ণচরে সাংবাদিক মো. ইমাম উদ্দিন সুমনের ওপর হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন হয়েছে।

শুক্রবার দুপুরে সুবর্ণচর উপজেলা প্রেস ক্লাব চত্বরে সুবর্ণচর উপজেলা প্রেস ক্লাবের সাংবাদিকরা এ মানববন্ধনের আয়োজন করে। এতে সামাজিক সংগঠন, পেশাজীবী সংগঠন, এনজিও প্রতিনিধি, মানবাধিকার সংগঠন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়।

সাংবাদিক ইমাম উদ্দিন সুমন সময়ের কণ্ঠস্বর ডট কমের নিউজরুম এডিটর, দৈনিক নোয়াখালী প্রতিদিনের প্রতিবেদক ও ডেইলি অবজারভার পত্রিকার সুবর্ণচর প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন।

মানববন্ধনে সুবর্ণচর উপজেলা প্রেসক্লাব সভাপতি লিটন চন্দ্র দাস, সুবর্ণচর প্রেস ক্লাব সভাপতি আব্দুল কাইয়ুম, সিএনএন বাংলা টিভির জেলা প্রতিনিধি সেলিম, আনন্দ টিভির সুবর্ণচর উপজেলা প্রতিনিধি শামসু উদ্দিন, সাংবাদিক ছানা উল্যাহ, ইউনুছ শিকদার, ইব্রাহিম খলিল, আলী আক্কাছ বক্তব্য রাখেন।  

গত ১১ জুলাই বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় সুবর্ণচরের ২নং চরবাটা ইউনিয়ন পরিষদের চেয়রম্যান মোজাম্মেল হোসেনের বাড়ির কেয়ারটেকার ইসমাইল (৪৮) রহস্যজনকভাবে মারা যায়। ওই ঘটনায় সংবাদ সংগ্রহ করতে গেলে চরজব্বর থানার ওসি সাহেদ উদ্দিন চৌধুরীর উপস্থিতিতে মোজাম্মেল এবং তার সহযোগীরা সুমনের ওপর হামলা করে।

ডেইলি বাংলাদেশ/জেডএম

Best Electronics
Best Electronics