Alexa সুপ্রিমকোর্টের রেস্টুরেন্টে পঁচা মুরগির মাংস, ২ লাখ টাকা জরিমানা

ঢাকা, মঙ্গলবার   ২৩ জুলাই ২০১৯,   শ্রাবণ ৮ ১৪২৬,   ১৯ জ্বিলকদ ১৪৪০

সুপ্রিমকোর্টের রেস্টুরেন্টে পঁচা মুরগির মাংস, ২ লাখ টাকা জরিমানা

আইন আদালত প্রতিবেদক ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১০:৪৬ ২০ জুন ২০১৯   আপডেট: ১৪:৫৮ ২০ জুন ২০১৯

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সুপ্রিমকোর্টের অলিম্পিয়া রেস্টুরেন্টে পঁচা ও দুর্গন্ধযুক্ত মুরগির মাংস পাওয়া গেছে। এ ঘটনায় অলিম্পিয়া প্যালেসের মালিককে দুই লাখ টাকা জরিমানা ও রেস্টুরেন্টটি বন্ধ করে দেওয়া হয়েছে।

১৯ জুন, বুধবার সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির তৃতীয় তলায় অবস্থিত এই রেস্টুরেন্টেটিতে এমন ঘটনা ঘটে। এর আগে রেস্টুরেন্টেটিতে পেঁয়াজুর ভেতর পিন পাওয়ার গিয়েছিলো।

এ বিষয়ে সুপ্রিমকোর্ট বারের সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন জানান, পঁচা মুরগি পাওয়ার অভিযোগে অলিম্পিয়া রেস্টুরেন্টটি বন্ধ ঘোষণার পাশাপাশি ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি এ আদেশ দিয়েছে। আগামি রবিবার সমিতির কার্যনির্বাহী কমিটির বৈঠকে এ ব্যাপরে সিদ্ধান্ত নেওয়া হবে।

বুধবার বিকেলে খাবার খাওয়ার সময় কয়েকজন উদ্বিগ্ন আইনজীবী ওই রেস্টুরেন্টের ফ্রিজ চেক করে পঁচা ও দুর্গন্ধযুক্ত মুরগির সন্ধান পান। এর আগে পেঁয়াজুর ভেতর কার্টনের বড় পিন পাওয়ার ঘটনায় সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির একটি ক্যান্টিনে সোমবার বিকেলে তালা লাগিয়ে দেন বিক্ষুব্ধ আইনজীবীরা। এ ঘটনায় মঙ্গলবার ক্যান্টিন মালিককে এক লাখ টাকা জরিমানা করা হয়।

ডেইলি বাংলাদেশ/এমএস