Alexa সুপ্রিমকোর্টের রেজিস্ট্রার জেনারেল হলেন আলী আকবর

ঢাকা, বৃহস্পতিবার   ১৪ নভেম্বর ২০১৯,   কার্তিক ৩০ ১৪২৬,   ১৭ রবিউল আউয়াল ১৪৪১

Akash

সুপ্রিমকোর্টের রেজিস্ট্রার জেনারেল হলেন আলী আকবর

নিজস্ব প্রতিবেদক ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১৯:০৪ ২৮ অক্টোবর ২০১৯  

সুপ্রিমকোর্টের রেজিস্ট্রার জেনারেল আলী আকবর

সুপ্রিমকোর্টের রেজিস্ট্রার জেনারেল আলী আকবর

সুপ্রিমকোর্টের রেজিস্ট্রার জেনারেল পদে প্রেষণে নিয়োগ পেয়েছেন কুমিল্লার জেলা ও দায়রা জজ মো. আলী আকবর। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের অভিপ্রায় অনুযায়ী তাকে এ পদে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়।

সোমবার রাষ্ট্রপতির নির্দেশক্রমে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের উপ-সচিব শেখ গোলাম মাহবুব স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

গত ২২ অক্টোবর থেকে হাইকোর্টের রেজিস্ট্রার মো. গোলাম রব্বানীর ভারপ্রাপ্ত রেজিস্ট্রার জেনারেলের দায়িত্ব পালন করছিলেন। এর আগে গত ২০ অক্টোবর রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের অনুমোদনক্রমে সুপ্রিমকোর্টের রেজিস্ট্রার জেনারেল ড. মো. জাকির হোসেনসহ নয় জনকে হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি নিয়োগের প্রজ্ঞাপন জারি করে আইন মন্ত্রণালয়। এতে সুপ্রিমকোর্টের রেজিস্ট্রার জেনারেলের পদ শূন্য হয়।

ডেইলি বাংলাদেশ/এমআরকে