Alexa সুইজারল্যান্ড গেলেন নৌপ্রধান

ঢাকা, সোমবার   ২০ জানুয়ারি ২০২০,   মাঘ ৬ ১৪২৬,   ২৪ জমাদিউল আউয়াল ১৪৪১

Akash

সুইজারল্যান্ড গেলেন নৌপ্রধান

 প্রকাশিত: ২১:০২ ১৮ জুলাই ২০১৮   আপডেট: ২১:০৯ ১৮ জুলাই ২০১৮

নৌবাহিনী প্রধান এডমিরাল নিজামউদ্দিন আহমেদ

নৌবাহিনী প্রধান এডমিরাল নিজামউদ্দিন আহমেদ

সুইজারল্যান্ডে গেছেন বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সভাপতি নৌবাহিনী প্রধান এডমিরাল নিজামউদ্দিন আহমেদ।
 
লুজানে অনুষ্ঠেয় আন্তর্জাতিক সুইমিং ফেডারেশনের ১১০তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে অংশ নিতে তিনি গতকাল মঙ্গলবার রাতে ঢাকা ছাড়েন বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)। 
 
এ সময় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে সহকারী নৌবাহিনী প্রধান (অপারেশন্স) ও ঢাকার নৌ প্রশাসনিক কর্তৃপক্ষ নৌপ্রধানকে বিদায় জানান।
 
তাদের বিজ্ঞপ্তিতে জানানো হয়, নৌপ্রধান ১৮ থেকে ২০ জুলাই পর্যন্ত ফেডারেশনের  প্রতিষ্ঠাবার্ষিকীর বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। সেখানে অবস্থানকালে তিনি সুইজারল্যান্ডের ফেডারেশনের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। সুইজারল্যান্ড সফর শেষে নৌপ্রধান জার্মানিতে যাবেন। সেখানে বাংলাদেশ নৌবাহিনীর জন্য নির্মাণাধীন মেরিটাইম পেট্রোল এয়ার ক্রাফট এর নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন করবেন।  
 
সফরে সস্ত্রীক নৌবাহিনী প্রধানের সফরসঙ্গী হিসেবে দুইজন কর্মকর্তা রয়েছেন। সফর শেষে আগামী ২৪ জুলাই তিনি দেশে ফিরবেন।   
 
ডেইলি বাংলাদেশ/এসআই