Alexa সিসিইউতে অভিনেতা সালেহ আহমেদ

ঢাকা, সোমবার   ২১ অক্টোবর ২০১৯,   কার্তিক ৫ ১৪২৬,   ২১ সফর ১৪৪১

Akash

সিসিইউতে অভিনেতা সালেহ আহমেদ

নিজস্ব প্রতিবেদক ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১৩:৫২ ২৪ এপ্রিল ২০১৯  

ফাইল ফটো

ফাইল ফটো

জীবন মৃত্যুর সন্ধিক্ষণে বিশিষ্ট অভিনেতা সালেহ আহমেদ। অ্যাপোলো হাসপাতালের সিসিইউতে নেয়া হয়েছে অভিনেতাকে। বিষয়টি নিশ্চিত করেছেন শ্যালক আওয়াল চৌধুরী। 

তিনি বলেন, গুরুতর অসুস্থ অবস্থায় অ্যাপোলো হসপিটালের সিসিইউতে ভর্তি করা হয়েছে। তার শারীরিক অবস্থা সংকটাপন্ন বলে জানান আওয়াল চৌধুরী। শরীরের মূল অরগ্যানগুলো ঠিকমতো কাজ করছে না। তিনি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। সবাই তার জন্য দোয়া করবেন।

হুমায়ূন আহমেদের অসংখ্য নাটকে অভিনয় করে দর্শক হৃদয় জয় করেন অভিনেতা সালেহ আহমেদ। 

বার্ধক্যজনিত নানা রোগে আক্রান্ত হয়ে দীর্ঘদিন ধরে অসুস্থ আছেন সালেহ আহমেদ। প্রায় ৫ বছর ধরে অ্যাপোলো হাসপাতালে নিয়মিত চিকিৎসা নেন তিনি। ৮৩ বছর বয়সী এই অভিনেতার শারীরিক অবস্থার অবনতি ঘটছে।

নানা রোগে আক্রান্ত সালেহ আহমেদ গত দুইবছর বিছানায় কাটাচ্ছেন। ২০১১ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই অভিনেতার চিকিৎসার জন্য পাশে  ২৫ লাখ টাকার সঞ্চয়ী পত্র দেন।

ডেইলি বাংলাদেশ/এলকে