Alexa সিলেট-১ আসনে পুনরায় নির্বাচন করার ঘোষণা অর্থমন্ত্রীর

ঢাকা, সোমবার   ১৬ ডিসেম্বর ২০১৯,   পৌষ ১ ১৪২৬,   ১৮ রবিউস সানি ১৪৪১

সিলেট-১ আসনে পুনরায় নির্বাচন করার ঘোষণা অর্থমন্ত্রীর

 প্রকাশিত: ১৫:১১ ৯ জুন ২০১৭  

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মর্যাদার আসন বলে খ্যাত সিলেট-১ (সিটি করপোরেশন ও সদর) আসন থেকে পুনরায় প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছা পুনর্ব্যক্ত করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। যদিও গত বছরের জুন মাসে সাংবাদিকদের সাথে তিনি আর নির্বাচন করবেন না বলে জানিয়েছিলেন। শুক্রবার (০৯ জুন) দুপুরে সিলেট সদর উপজেলা পরিষদে চা শ্রমিকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। গত অষ্টম ও নবম জাতীয় সংসদ নির্বাচনেও তিনি এই আসনের প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হয়েছিলেন। এর আগে গত ৩০ মে বাজেট নিয়ে একটি বেসরকারি টেলিভিশনে সাক্ষাৎকার দিতে গিয়ে রাজনীতি থেকে অবসর প্রসঙ্গে তিনি বলেছিলেন, ‘ভালোয় ভালোয় আরেকটি বছর, তারপর অবসর। তবে সিলেট-১ আসনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া প্রার্থী হওয়ার কথা শোনা যাচ্ছে। যদি সত্যি সত্যিই বেগম জিয়া এ আসনে প্রার্থী হন তাহলে আরও একবার নির্বাচনী লড়াইয়ে নামবেন। না হলে আর না।’ এদিকে, মন্ত্রী সকালে সিলেটের দক্ষিণ সুরমায় মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সম্ভাব্য জায়গাও পরিদর্শন করেন। এ ব্যাপারে তিনি বলেন, ‘সিলেটে মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপনে সবচেয়ে বড় বাধা ছিল জায়গা। জায়গার সমস্যার সমাধান হয়ে যাওয়ায় এ বছরই মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কাজ শুরু করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।’ দেশের রাজনীতিতে ‘মিথ’ রয়েছে- শাহজালাল (র.) এর স্মৃতি বিজড়িত সিলেট-১ (সিলেট মহানগর ও সদর) আসনে যে দলের প্রার্থী বিজয়ী হন সে দলই সরকার গঠন করে। এ নির্বাচনী এলাকার বর্তমান সংসদ সদস্য, অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। বয়স ও শারীরিক বিবেচনায় আগামীতে আর কোন নির্বাচনে অংশ না নেয়ার ইঙ্গিত দিয়েছিলেন তিনি। ২০১৮ সালে ৮৫ বছর বয়স হবে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের। তখন অবসরে যাবেন বলে আগেই ঘোষণা দিয়ে রেখেছেন তিনি। ডেইলি বাংলাদেশ/এসআই