Alexa সিলেটে ১৫ জনের মনোনয়ন বাতিল

ঢাকা, শুক্রবার   ২৩ আগস্ট ২০১৯,   ভাদ্র ৮ ১৪২৬,   ২১ জ্বিলহজ্জ ১৪৪০

Akash

সিলেটে ১৫ জনের মনোনয়ন বাতিল

সিলেট প্রতিনিধি

 প্রকাশিত: ১৮:১৭ ২ ডিসেম্বর ২০১৮   আপডেট: ১৮:১৭ ২ ডিসেম্বর ২০১৮

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

সিলেটের ছয় আসনে ১৫ জনের মনোনয়ন বাতিল হয়েছে। এর মধ্যে রয়েছে বিরোধী দলীয় হুইপ।

রোববার ডিসি কার্যালয়ে যাচাই-বাছাই করে তাদের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়।

সিলেট-১ আসনে  হলফনামায় স্বাক্ষর না থাকায় বাংলাদেশ মুসলিম লীগের মো. আনোয়ার উদ্দিনের মনোনয়ন বাতিল হয়।
সিলেট-২ আসনে স্বাক্ষরে গড়মিল থাকায় স্বতন্ত্র প্রার্থী ড. এনামূল হক সরদার, মুহিবুর রহমান ও আবদুর রবের মনোনয়ন বাতিল হয়।
সিলেট-৩ আসনে স্বাক্ষরে গড়মিল পাওয়ায় স্বতন্ত্র প্রার্থী জুনায়েদ মোহাম্মদ মিয়া ও আব্দুল ওয়াদুদের মনোনয়ন বাতিল হয়। এছাড়া একই আসনে হলফনামায় স্বাক্ষর না থাকায় বিএনপির প্রার্থী আব্দুল কাইয়ুম চৌধুরীর মনোনয়নপত্র বাতিল হয়।
সিলেট-৪ আসনে জাতীয় পার্টির দলীয় কোন পত্র না থাকায় ইসমাইল আলী আশিকের মনোনয়নপত্র বাতিল করা হয়।

সিলেট-৫ আসনে পাঁচ জনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়। এর মধ্যে হলফনামায় স্বাক্ষর না থাকায় বর্তমান এমপি জাতীয় পার্টির সেলিম উদ্দিনের মনোনয়ন বাতিল হয়। এছাড়া বিদ্যুৎবিল খেলাপির জন্য ইসলামী ঐক্যজোটের প্রার্থী এম এ মতিন চৌধুরী, ইসলামী আন্দোলনের নূরুল আমিনের, স্বাক্ষরে গড়মিল থাকায় স্বতন্ত্র প্রার্থী আহমদ আল ওয়ালীর এবং স্বতন্ত্র প্রার্থী ফয়জুল মুনীরের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়।
সিলেট-৬ আসনে হলফনামায় স্বাক্ষর না থাকায় জাতীয় পার্টির প্রার্থী সেলিম উদ্দিন ও ভোটারের স্বাক্ষরে গড়মিল পাওয়ায় স্বতন্ত্র প্রার্থী জাহাঙ্গীর হোসেন মিয়ার মনোনয়ন বাতিল করা হয়।

মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা ইচ্ছে করলে আপিল করতে পারবেন বলে জানিয়েছেন রিটার্নিং অফিসার এম. কাজী এমদাদুল  ইসলাম।

ডেইলি বাংলাদেশ/এমকেএ

 

Best Electronics
Best Electronics