Alexa সিলেটে বাস খাদে, মা-মেয়েসহ নিহত ৩

ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০১৯,   অগ্রহায়ণ ৮ ১৪২৬,   ২৫ রবিউল আউয়াল ১৪৪১

Akash

সিলেটে বাস খাদে, মা-মেয়েসহ নিহত ৩

সিলেট প্রতিনিধি  ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১৯:১৫ ৯ নভেম্বর ২০১৯  

ছবি : ডেইলি বাংলাদেশ

ছবি : ডেইলি বাংলাদেশ

সিলেটের জকিগঞ্জে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে মা মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া আহত হয়েছেন অন্তত ৩০জনের বেশি। 

শনিবার বিকেলে সিলেট-জকিগঞ্জ সড়কের বাবুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন, জকিগঞ্জ ইউপির হাইল ইসলামপুর গ্রামের সাবুদ্দিনের স্ত্রী নাসিমা আক্তার, তার শিশু মেয়ে রুহেনা বেগম ও মানিকপুর গ্রামের আব্দুল কুদ্দুসের স্ত্রী নুরজাহান বেগম। 

জকিগঞ্জ থানার ওসি মীর মো. আব্দুন নাসের এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, শনিবার বিকেলে সিলেট থেকে ছেড়ে আসা জকিগঞ্জগামী একটি বাস বাবুর বাজার নামক স্থানে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। বাসটি সম্পূর্ণ উল্টে যাওয়ায় প্রায় সব যাত্রী আহত হন। ফায়ার সার্ভিস ও স্থানীয় জনগণ আহতদের উদ্ধার করেন। আহতদের মধ্যে তিনজনকে জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।  

তিনি বলেন, তাদের মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। প্রাথমিক সুরতহাল রিপোর্ট তৈরি করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।


 

ডেইলি বাংলাদেশ/জেএইচ