Alexa সিলেটে ট্যাংক লরির চাপায় প্রাণ গেল চালকের

ঢাকা, সোমবার   ১৮ নভেম্বর ২০১৯,   অগ্রহায়ণ ৩ ১৪২৬,   ২০ রবিউল আউয়াল ১৪৪১

Akash

সিলেটে ট্যাংক লরির চাপায় প্রাণ গেল চালকের

সিলেট প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ২৩:০০ ২১ অক্টোবর ২০১৯  

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

সিলেটের গোলাপগঞ্জে ট্যাংক লরির চাপায় মোশাররফ হোসেন নামের এক চালক নিহত হয়েছেন। এ সময় তার সহযোগী গুরুতর আহত হয়েছেন।

সোমবার বিকেলে উপজেলার মডেল থানার সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত চালক কুমিল্লার বাসিন্দা। তিনি যমুনা ওয়েল কোম্পানি লিমিটেডের ট্যাংক লরির চালক। আহত  মোহাম্মদ বাবুল মিয়া নোয়াখালীর সদরের রামসাপুর গ্রামের আব্দুল মন্নানের ছেলে।

গোলাপগঞ্জ মডেল থানার ওসি মিজানুর রহমান জানান, ট্যাংক লরি গাড়িতে যান্ত্রিক সমস্যা দেখা দিলে মোশাররফ মেরামতের চেষ্টা করেন। এক পর্যায়ে তিনি গাড়ির নিচে ঢুকলে গাড়ির বডি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় তার সহযোগী বাবুল মিয়া তাকে বাঁচানোর চেষ্টা করলে তিনিও আহত হন। 

ডেইলি বাংলাদেশ/এমকেএ