Alexa সিলেটে ইয়াবাসহ আটক তিন

ঢাকা, শনিবার   ২৫ জানুয়ারি ২০২০,   মাঘ ১১ ১৪২৬,   ২৯ জমাদিউল আউয়াল ১৪৪১

Akash

সিলেটে ইয়াবাসহ আটক তিন

সিলেট প্রতিনিধি

 প্রকাশিত: ২১:০২ ১ ডিসেম্বর ২০১৮   আপডেট: ২১:০২ ১ ডিসেম্বর ২০১৮

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

সিলেটে ৩০১ ইয়াবাসহ শনিবার তিন জনকে আটক করেছে পুলিশ। নগরীর কানিশাইল মজুমদার পাড়ায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- সিলেট এসএমপি কানিশাইল শামীমাবাদ এলাকার তোতা মিয়ার ছেলে আরমান আহমদ, দুলাল আহমদ এর ছেলে সবুজ আহমদ, মিরের ময়দান এলাকার- মো. হেলু চৌধুরীর ছেলে মো. হেলু চৌধুরী শামীম আহমদ সজিব।

এসএমপি এসপি অতি. উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মুহম্মদ আবদুল ওয়াহাব জানান, মহানগর পুলিশ কানিশাইল মজুমদার পাড়া রজব আলী মিয়া কলোনীতে অভিযান চালায়। অভিযানে রজব আলী মিয়া কলোনী থেকে ৩০১ ইয়াবাসহ তিন জনকে আটক করা হয়।

ডেইলি বাংলাদেশ/এসকে