Alexa সিলেটে অস্ত্রসহ ছয় কিশোর আটক

ঢাকা, বৃহস্পতিবার   ১৭ অক্টোবর ২০১৯,   কার্তিক ১ ১৪২৬,   ১৭ সফর ১৪৪১

Akash

সিলেটে অস্ত্রসহ ছয় কিশোর আটক

সিলেট প্রতিনিধি  ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১৩:৩২ ১০ অক্টোবর ২০১৯  

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

সিলেটে দেশীয় অস্ত্রসহ ছয় কিশোরকে আটক করেছে পুলিশ। বুধবার রাতে নগরীর কুয়ারপাড় এলাকার একটি ক্লাবে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে তিনটি রামদা ও পাঁচটি স্ট্যাম্প উদ্ধার করা হয়। 

আটক কিশোররা হলেন, দক্ষিণ সুনামগঞ্জের নায়েব আলীর ছেলে সোহাগ, নগরের হাউজিং এস্টেট এলাকার মানিক মিয়ার ছেলে পলাশ, উত্তর বাগবাড়ির বাসিন্দা কিশোরগঞ্জের নুরুল হকের ছেলে হাবিবুল হক আশিক, সিলেটের টিলাগাঁওয়ের লোকমান মিয়ার ছেলে ফরহাদ, নগরের মদিনা মার্কেট এলাকার বাসিন্দা ও সিলেটের জালালাবাদ কালিরগাঁওয়ের সমেজ আলীর ছেলে শাহ আলম, টিলাগাঁওয়ের ফয়জুল ইসলামের ছেলে সোহাগ।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) জেদান আল মুসা জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করেছে। তাদের বৃহস্পতিবার আদালতে পাঠানো হয়েছে।
 

ডেইলি বাংলাদেশ/জেএস