সিরিজ নির্ধারণী ম্যাচে ফিল্ডিংয়ে বাংলাদেশ
ক্রীড়া প্রতিবেদক
ডেইলি-বাংলাদেশ ডটকম
প্রকাশিত: ১১:২০ ২২ জানুয়ারি ২০২১ আপডেট: ১১:২৫ ২২ জানুয়ারি ২০২১

ফাইল ছবি
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ নির্ধারণী দ্বিতীয় ওয়ানডে ম্যাচে টসে হেরে ফিল্ডিং করবে বাংলাদেশ। এ ম্যাচে জয় দিয়েই সিরিজ নিশ্চিত করতে চায় স্বাগতিকরা।
শুক্রবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে খেলাটি শুরু হবে বেলা সাড়ে ১১টায়।
এর আগে গত বুধবার দুর্দান্ত এক জয় দিয়ে ক্যারিবিয়দের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু করে বাংলাদেশ। প্রথম ওয়ানডেতে ৬ উইকেটের জয় পায় টাইগাররা। এমন হারে হতাশায় নিমজ্জিত প্রথম সারির ১২ জন খেলোয়াড়কে ছাড়া খেলতে নামা ওয়েস্ট ইন্ডিজ।
বাংলাদেশ একাদশ:
তামিম ইকবাল, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সৌম্য সরকার, মুশফিকুর রহীম, মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, মেহেদি হাসান মিরাজ, হাসান মাহমুদ, রুবেল হোসেন ও মুস্তাফিজুর রহমান।
ডেইলি বাংলাদেশ/আরএইচ