Alexa সিরাজগঞ্জে দুই বন্ধুর প্রাণ নিল শ্যামলী পরিবহন

ঢাকা, শুক্রবার   ২৮ ফেব্রুয়ারি ২০২০,   ফাল্গুন ১৫ ১৪২৬,   ০৪ রজব ১৪৪১

Akash

সিরাজগঞ্জে দুই বন্ধুর প্রাণ নিল শ্যামলী পরিবহন

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ২১:৫৮ ১৩ ফেব্রুয়ারি ২০২০  

নিহত আরিফ ও সুমন

নিহত আরিফ ও সুমন

সিরাজগঞ্জের শাহজাদপুরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। এ ঘটনায় তাদের আরেক বন্ধু আহত হয়েছেন।

বৃহস্পতিবার দুপুরে ওই উপজেলার গাড়াদহ ইউপির দূর্গাদহ কালিমন্দিরের সামনে এ ঘটনা ঘটে।

হতাহতরা হলেন- ওই ইউপির পুরানটেপরী গ্রামের আরিফ, সুমন ও কায়েমপুর ইউপির সড়াতৈল গ্রামের সুজন। তিনজনই তালগাছি এসএ মডেল স্কুলের দশম শ্রেণির ছাত্র।

তালগাছি এসএ মডেল স্কুলের প্রধান শিক্ষক ইলিয়াস হোসেন জানান, এক সপ্তাহ আগে সুমনকে মোটরসাইকেল কিনে দেন তার মালয়েশিয়া প্রবাসী বাবা জহুরুল ইসলাম। ওই মোটরসাইকেল নিয়ে তিন বন্ধু শাহজাদপুর শহরে যাওয়ার সময় এ ঘটনা ঘটে।

শাহজাদপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মঞ্জুরুল আলম জানান, তিন বন্ধু তালগাছি থেকে শাহজাদপুর শহরে যাওয়ার সময় পাবনা থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহন মোটরসাইকেল্টিকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই আরিফ নিহত হন। আহত সুমন ও সুজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর চিকিৎসক সুমনকে মৃত ঘোষণা করেন। পরে সুজনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

হাটিকুমরুল হাইওয়ে থানার এসআই রফিকুল ইসলাম জানান, এ বিষয়ে আইনি পদক্ষেপ নেয়া হচ্ছে।

ডেইলি বাংলাদেশ/এআর