Alexa নির্বাচনে লেমিনেটিং পোস্টার ব্যবহারে নিষেধাজ্ঞা

ঢাকা, সোমবার   ১৭ ফেব্রুয়ারি ২০২০,   ফাল্গুন ৫ ১৪২৬,   ২৩ জমাদিউস সানি ১৪৪১

Akash

নির্বাচনে লেমিনেটিং পোস্টার ব্যবহারে নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১১:৪৭ ২২ জানুয়ারি ২০২০   আপডেট: ১৪:০০ ২২ জানুয়ারি ২০২০

ফাইল ফটো

ফাইল ফটো

পরিবেশের জন‌্য ক্ষতিকর হওয়ায় ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে আজ থেকে প্রার্থীদের লেমিনেটিং পোস্টার লাগানোর ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছেন হাইকোর্ট। একইসঙ্গে লেমিনেটিং পোস্টার উৎপাদন বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে সিটি কর্পোরেশন ও নির্বাচন কমিশনকে নির্দেশ দেয়া হয়েছে। 

বুধবার এ বিষয়ে একটি জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদন নজরে নিয়ে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। 

একইসঙ্গে, যে লেমিনেটিং পোস্টারগুলো লাগানো হয়েছে নির্বাচনের পর তা যথাযথভাবে সরিয়ে নিতে বলা হয়েছে।

আদালতে বিষয়টি নজরে আনেন আইনজীবী মনোজ কুমার। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ‌্যাটর্নি জেনারেল অমিত তালুকদার। 

ডেইলি বাংলাদেশ/টিআরএইচ