Alexa জাতীয় নির্বাচনে সেনা মোতায়েন থাকবে: সিইসি

ঢাকা, রোববার   ২৫ আগস্ট ২০১৯,   ভাদ্র ১০ ১৪২৬,   ২৩ জ্বিলহজ্জ ১৪৪০

Akash

জাতীয় নির্বাচনে সেনা মোতায়েন থাকবে: সিইসি

 প্রকাশিত: ১৪:০৬ ৬ জুন ২০১৮   আপডেট: ১৫:৪২ ৬ জুন ২০১৮

ফাইল ফটো

ফাইল ফটো

 

প্রধান নির্বাচন কমিশনার কেএম নূরুল হুদা বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে সেনাবাহিনী মাঠে থাকবে। তবে এ বিষয়ে কমশিনারদের সঙ্গে আরো আলোচনা করা হবে। কিন্তু সিটি কর্পোরেশন নির্বাচনে সেনা বাহিনী মাঠে থাকবে না।

বুধবার দুপুরে বরিশাল সার্কিট হাউসে ইলেকট্রনিক ভোটিং মেশিনের উপর প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন, নির্বাচন কমিশন সকল দলকে নির্বাচনে অংশগ্রহণের জন্য আহ্বান জানাবে। তবে কোনো বিশেষ দলের জন্য উদ্যোগ নেবে না। তাছাড়া ইলেকট্রনিক ভোটিং মেশিনের মাধ্যমে ভোটগ্রহণ হলে তা সুষ্ঠু হবে বলেও মন্তব্য করেন তিনি। ইভিএম মেশিনের উপর বরিশাল বিভাগের সবকটি জেলা – উপজেলা ও ফরিদপুরের জেলা-উপজেলা নির্বাচন কর্মকর্তারা অংশ নিয়েছেন।

ডেইলি বাংলাদেশ/এমআরকে/আরঅার

Best Electronics
Best Electronics