সিঙ্গাইরে হাত-পা বাঁধা ছাত্রকে উদ্ধার
প্রকাশিত: ০০:১৪ ২৪ মার্চ ২০২০

সিঙ্গাইরে হাত-পা বাঁধা ছাত্রকে উদ্ধার
মানিকগঞ্জের সিংগাইরে রোববার রাতে নিখোঁজের কয়েক ঘন্টা পর এক মাদরাসাছাত্রকে হাত-পা বাঁধা অবস্থায় ভুট্টা খেত থেকে উদ্ধার করা হয়েছে।
পরে মুরসালিন খন্দকার নামের ওই শিক্ষার্থীকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
মুরসালিন সিংগাইর পৌরসভার আঙ্গারিয়া এলাকার বিপুল খন্দকারের ছেলে। সে স্থানীয় দারুল ইহসান মাদরাসায় প্রথম শ্রেণির ছাত্র।
দাদি মর্জিনা আক্তার জানান, মুরসালিন বাড়ির সামনেই তাদের পার্টসের দোকান হওয়ায় সুযোগ পেলেই চলে যায়। রোববার সন্ধ্যায় দোকান থেকে এসে আবার বাড়ির বাইরে চলে যায়। পরে তাকে কোথাও খুঁজে না পেয়ে এলাকায় মাইকিং করা হয়।
পরে রাত সাড়ে ৯টার দিকে বাড়ির পাশেই একটি ভুট্টা খেতে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় উদ্ধার করা হয়।
মুরসালিনের বাবা বিপুল খন্দকার জানান, এমন ঘটনা কেন ঘটল তা বুঝতে পারছিনা। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।
এ ব্যাপারে সিংগাইর থানার ওসি আব্দুস সাত্তার জানান, বিষয়টি শুনেছি, লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
ডেইলি বাংলাদেশ/এমএইচ