Alexa সালাম মুর্শেদীর মনোনয়নপত্র বৈধ

ঢাকা, বৃহস্পতিবার   ২১ নভেম্বর ২০১৯,   অগ্রহায়ণ ৭ ১৪২৬,   ২৪ রবিউল আউয়াল ১৪৪১

Akash

খুলনা-৪ উপ-নির্বাচন

সালাম মুর্শেদীর মনোনয়নপত্র বৈধ

 প্রকাশিত: ১৭:৪৫ ২৮ আগস্ট ২০১৮   আপডেট: ১৭:৪৫ ২৮ আগস্ট ২০১৮

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

খুলনা-৪ আসনের (দিঘলিয়া, রূপসা ও তেরখাদা উপজেলা) উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবদুস সালাম মুর্শেদীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা মো. ইউনুচ আলী।

মঙ্গলবার দুপুরে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে যাচাই-বাছাই শেষে মনোনয়নপত্রটি বৈধ ঘোষণা করা হয়। এই আসনের উপ-নির্বাচনে তিনিই একমাত্র প্রার্থী।

মনোনয়নপত্র বাছাইয়ের সময় রিটার্নিং কর্মকর্তা জানান, আগামী ৫ সেপ্টেম্বর প্রতীক বরাদ্দের দিন সালাম মুর্শেদীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হবে।

এ সময় আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য এসএস কামাল হোসেন, জেলা নির্বাচন কর্মকর্তা মাজহারুল ইসলাম উপস্থিত ছিলেন।

মনোনয়নপত্র বাছাই শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সালাম মুর্শেদী বলেন, আমার প্রথম কাজ হবে মরহুম সংসদ সদস্য সুজার যে সব অসমাপ্ত কাজ আছে তা করবো।  

গত ২৬ জুলাই এ আসনের এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মোস্তফা রশিদী সুজা সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এরপর আসনটি শুন্য ঘোষণা এবং নির্বাচনের তফসিল ঘোষণা করেছিল নির্বাচন কমিশন। আগামী ২০ সেপ্টেম্বর ভোটগ্রহণের দিন ধার্য করা হয়েছিল।

ডেইলি বাংলাদেশ/আরআর