Alexa সারা আলি খানের ‘বয়ফ্রেন্ড’কে প্রেমের প্রস্তাব!

ঢাকা, শুক্রবার   ০৬ ডিসেম্বর ২০১৯,   অগ্রহায়ণ ২১ ১৪২৬,   ০৮ রবিউস সানি ১৪৪১

সারা আলি খানের ‘বয়ফ্রেন্ড’কে প্রেমের প্রস্তাব!

বিনোদন ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ০৯:২৪ ২৮ সেপ্টেম্বর ২০১৯  

সারা আলি খান এবং কার্তিক আরিয়ান

সারা আলি খান এবং কার্তিক আরিয়ান

সারা আলি খান এবং কার্তিক আরিয়ানের প্রেমের কথা বলিউডে এখন সবারই জানা। কখনো লুকিয়ে প্রেম আবার কখনো বা সারার জন্মদিন উদযাপন, সবই যেন একসঙ্গেই করেন তারা। তবে এবার কার্তিক আরিয়ানকে প্রকাশ্যে অন্য এক তরুণী বিয়ের প্রস্তাব দিলেন। 

কার্তিকের সঙ্গে একবার দেখা করবেন বলে মুম্বাইতে অভিনেতার বাসার সামনে ১৫ দিন দাঁড়িয়ে থাকতেন এক তরুণী। আর রাত হলেই ফিরে আসতেন নিজের বাড়িতে। 

কার্তিক আরিয়ানকে হাঁটুগেড়ে বিয়ের প্রস্তাব দেন তরুণী

সিকিউরিটির বেড়াজাল পার করে এই মেয়ে দেখা পান কার্তিকের। কার্তিক তাকে নিজের বাড়িতে বসিয়ে কথা বলেন। তারপর চলে আসার সময় মেয়েটি মাঝ রাস্তায় হাঁটুগেড়ে বসে কার্তিককে বিয়ের প্রস্তাব দেন। 

কিন্তু কার্তিক বাধ্য হন তার ভক্তের মন ভাঙতে। সেলফি তুলে হাসি মুখে সেই ফ্যানকে বাড়ি পাঠান কার্তিক।

ডেইলি বাংলাদেশ/টিএএস