Alexa সাভারে স্মৃতিসৌধের সীমানা প্রাচীরে ভ্যানচালকের মৃতদেহ

ঢাকা, শনিবার   ২৪ আগস্ট ২০১৯,   ভাদ্র ৯ ১৪২৬,   ২২ জ্বিলহজ্জ ১৪৪০

Akash

সাভারে স্মৃতিসৌধের সীমানা প্রাচীরে ভ্যানচালকের মৃতদেহ

 প্রকাশিত: ১৫:৩২ ৮ জুন ২০১৮  

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

সাভারের জাতীয় স্মৃতিসৌধের সীমানা প্রাচীরের ভেতরে কচুক্ষেত থেকে এক ভ্যানচালকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার সকালে স্মৃতিসৌধের পিছনের সামীনা প্রাচীরের কচুক্ষেত থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। নিহতের নাম নয়ন মিয়া। তিনি যশোরের ঝিকর গাছা থানার গনি মিয়ার ছেলে।

নয়নের মা জানান, রাত দুইটার দিকে হঠাৎ কাজের কথা বলে নয়ন মিয়া ঘর থেকে বের হয়ে যায়। তারপর থেকে আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিলো না। পরে আজ সকালে তার ক্ষতবিক্ষত লাশ পাওয়া যায়।

আশুলিয়া থানার এসআই ছোটন জানান, মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তদন্ত করে খুনের কারণ ও খুনীদের আটকের চেষ্টা চলছে।

ডেইলি বাংলাদেশ/আরআর

Best Electronics
Best Electronics