সাভারে যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২৫
সাভার (ঢাকা) প্রতিনিধি
ডেইলি-বাংলাদেশ ডটকম
প্রকাশিত: ০৭:৫৮ ২১ মার্চ ২০২০

ছবি: ডেইলি বাংলাদেশ
ঢাকার সাভার উপজেলার আশুলিয়ায় ঢাকা-আরিচা মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে পড়ে অন্তত ২৫ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় দিকে ঢাকা-আরিচা মহাসড়কের বিশমাইল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, সন্ধ্যায় রাজধানীর গাবতলী থেকে ৫০-৬০ জন যাত্রী নিয়ে নাটোরের উদ্দেশ্য ছেড়ে যায় জ্যোতি পরিবহনের বাসটি। পরে ঢাকা-আরিচা মহাসড়কের বিশমাইল এলাকায় পৌঁছলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। এতে বাসে থাকা অন্তত ২০-২৫ জন যাত্রী আহত হন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে গণস্বাস্থ্য কেন্দ্র হাসাপাতালে ভর্তি করে।
সাভার হাইওয়ে থানার ওসি আবদুল্লাহ হেল বাকী জানান, দুর্ঘটনাকবলিত বাসটির যাত্রীদের কেউই গুরুতর আহত নন। এরই মধ্যে খাদে পড়ে যাওয়া বাসটি উদ্ধার করা হয়েছে।
ডেইলি বাংলাদেশ/এমকে