Alexa সাব্বিরকে দলে ভেড়ালো সিলেট

ঢাকা, শুক্রবার   ০৬ ডিসেম্বর ২০১৯,   অগ্রহায়ণ ২১ ১৪২৬,   ০৮ রবিউস সানি ১৪৪১

সাব্বিরকে দলে ভেড়ালো সিলেট

 প্রকাশিত: ০৯:১৫ ২৩ জুলাই ২০১৭  

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সবচেয়ে সমালোচিত দল সিলেট। যার ফলে গত আসর থেকে বাদ পড়ে যায় দলটি। এক বছর বিরতি দিয়ে আবারও বিপিএলে ফিরছে সিলেট। তবে বর্তমান নাম সিলেট সুপারস্টার্স আর থাকছে। এবারের আসরে সুরমা সিক্সেস নাম নিয়ে অংশগ্রহণ করতে পারে সিলেট। আসরের এখনো চার মাস সময় বাকি থাকলেও বিপিএল ডামাডোল বাজতে শুরু করেছে জোরেশোরে। এরই মধ্যে প্রতিটি ফ্রাঞ্চাইজি স্কোয়াড গোছানোর তৎপরতা শুরু করে দিয়েছে। তাই সিলেটও শুরু করেছে তাদের দল গোছানোর কাজ। সিলেটের সমন্বয়ক ও বোর্ড পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল জানিয়েছেন, নতুন সিলেটের পছন্দের তালিকায় ছিল বাংলাদেশ ওয়ানডে ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা এবং গত আসরে রাজশাহীর আইকন হার্ড হিটার সাব্বির রহমান। টাইগার ক্যাপ্টেন ইতোমধ্যেই রংপুরের সাথে চুক্তি করায় তাদের এখন একমাত্র সাব্বির। সাব্বিরের সাথে প্রাথমিক পর্যায়ে কথাও হয়েছে দলটির। এছাড়া তারা প্রধান কোচ, সহকারী কোচ, ম্যানেজার নিয়োগ দিয়েছে। ইতোমধ্যেই দুই ইংলিশ ক্রিকেট ক্রিস জর্ডান, ডেবিড মালনকে দলে নিয়েছে সিলেট। সিলেটে দেশি ক্রিকেটারের মধ্যে রয়েছে অলক কাপালি, অাবুল হাসান রাজু, রাহি, এবাদত হোসেন, এনামুল হক। ডেইলি বাংলাদেশ/টিআরএইচ