Alexa সাবেক এমপি রানার মুক্তির দাবিতে সড়ক অবরোধ

ঢাকা, সোমবার   ২৬ আগস্ট ২০১৯,   ভাদ্র ১১ ১৪২৬,   ২৪ জ্বিলহজ্জ ১৪৪০

Akash

সাবেক এমপি রানার মুক্তির দাবিতে সড়ক অবরোধ

টাঙ্গাইল প্রতিনিধি

 প্রকাশিত: ২০:১০ ২৯ জানুয়ারি ২০১৯   আপডেট: ২০:১০ ২৯ জানুয়ারি ২০১৯

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের সাবেক এমপি আমানুর রহমান খান রানার মুক্তির দাবিতে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের ঘাটাইল কলেজ মোড়ে অবরোধ করেছে ‘রানা মুক্তি পরিষদ’। 

রানা মুক্তি পরিষদের সভাপতি উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক শহীদুল ইসলাম খান হেস্টিংস এর নেতৃত্বে মঙ্গলবার দুপুরে কলেজ মোড় চত্বরে এ কর্মসূচি পালন করা হয়।

এ সময় সাবেক এমপি রানা সমর্থিত নেতাকর্মীরা তার মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেন। সড়ক অবরোধ করে রাখায় এ সময় বিভিন্ন রুটে চলাচলকারী যান বাহন আটকা পড়ে সড়কের উভয় পাশে কমপক্ষে ১০ কি.মি. সড়ক জুড়ে দীর্ঘ যান যটের সৃষ্টি হয়।

পরে দুপুর সাড়ে ১২টার দিকে পুলিশের হস্তক্ষেপে অবরোধ তুলে নেয়া হয়।

অবরোধ কর্মসূচিতে উপস্থিত ছিলেন-পৌর আওয়ামী লীগের আহ্বায়ক খলিলুর রহমান তালুকদার, যুবলীগের সাবেক সভাপতি সুলতান মাহমুদ তালুকদার সুজন, ছাত্রলীগের সভাপতি আব্দুল্লাহ আল মামুনসহ রানা মুক্তি পরিষদের অন্যান্য নেতারা। 

সাবেক এমপি আমানুর রহমান খান রানা টাঙ্গাইলের মুক্তিযোদ্ধা ফারুক হত্যা মামলার আসামি হয়ে প্রায় ৩ বছর ধরে কাশিমপুর কারাগারে বন্দি রয়েছেন।

ডেইলি বাংলাদেশ/জেএইচ

Best Electronics
Best Electronics