Alexa সাপ আতঙ্কে কুবির আবাসিক শিক্ষার্থীরা

ঢাকা, শনিবার   ২১ সেপ্টেম্বর ২০১৯,   আশ্বিন ৭ ১৪২৬,   ২২ মুহররম ১৪৪১

Akash

সাপ আতঙ্কে কুবির আবাসিক শিক্ষার্থীরা

কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১৯:৩৯ ৭ সেপ্টেম্বর ২০১৯   আপডেট: ২০:৫৬ ৭ সেপ্টেম্বর ২০১৯

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

সাপের উপদ্রবে আতঙ্কে রয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) আবাসিক শিক্ষার্থীরা। শুক্রবার (৬ সেপ্টেম্বর) দিবাগত রাতে শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলে একটি বিষাক্ত সাপ মারা হয়েছে। হলের উত্তর ব্লকের নিচতলায় ওয়াশরুমের পাশ দিয়ে সাপটি ভেতরে ঢুকার চেষ্টা করলে শিক্ষার্থীরা সাপটিকে মারতে বাধ্য হন।

প্রত্যক্ষদর্শী পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী জাহিদ মোল্লা বলেন, 'রাত ১টার পর আমি হাত-মুখ ধোয়ার জন্য ওয়াশরুমের দিকে গিয়ে দেখি জানালা দিয়ে একটি সাপ ভেতরে আসার চেষ্টা করছে। আমি বন্ধুদের ডাকি। আতঙ্কে আমরা সাপটিকে মারতে বাধ্য হই।'

হলের একাধিক শিক্ষার্থী জানান, পাহাড়ঘেরা ক্যাম্পাস হওয়ায় প্রতিবছর প্রায়ই আবাসিক হলে বিষাক্ত সাপ দেখা যায়। হল প্রশাসন সাপের কথা জেনেও উপদ্রব ঠেকাতে কার্বলিক এসিড বা এ জাতীয় কোনো প্রতিরোধ ব্যবস্থা নিচ্ছে না। এতে যেকোনো সময় বিপদ ঘটতে পারে।

এ ব্যাপারে শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের প্রাধ্যক্ষ ড. মোহাম্মদ জুলহাস মিয়া বলেন, 'সাপের উপদ্রবের বিষয়টি জানি। খুব শিগগিরই হলের বিভিন্ন স্থানে কার্বলিক এসিড দেয়া হবে। হল পাহাড়ঘেরা হওয়ায় শিক্ষার্থীদেরও সতর্কতা অবলম্বন করা জরুরি।'

এর আগেও বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে সাপের উপদ্রব দেখা গিয়েছে। উপায়ান্তর না দেখে সন্ত্রস্ত শিক্ষার্থীরা সাপ মারতে বাধ্য হয়েছেন।

ডেইলি বাংলাদেশ/এমএইচ