Alexa সাপের দংশনে মারা গেলেন দুই সাপুড়ে 

ঢাকা, শনিবার   ২১ সেপ্টেম্বর ২০১৯,   আশ্বিন ৬ ১৪২৬,   ২১ মুহররম ১৪৪১

Akash

সাপের দংশনে মারা গেলেন দুই সাপুড়ে 

সাতক্ষীরা প্রতিনিধি  ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১১:৩৭ ২৩ আগস্ট ২০১৯   আপডেট: ১৩:১৮ ২৩ আগস্ট ২০১৯

ফাইল ছবি

ফাইল ছবি

সাতক্ষীরা সদরের আলিপুর নতুন বাজার এলাকায় শুক্রবার ভোরে সাপের দংশনে দুই সাপুড়ের মৃত্যু হয়েছে। 

শুক্রবার ভোরে জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃতরা হলেন-যশোরের কালিগঞ্জের বারোজার এলাকার বাসিন্দা ইখলাস খাঁ ও তার স্ত্রী আলিনা খাতুন।

মৃত্যুর আগে আলিনা খাতুন জানান, পেশায় সাপুড়ে ইখলাস খাঁ ও তার স্ত্রী আলিনা নতুন বাজার এলাকায় দীর্ঘদিন ধরে বসবাস করছেন। বৃহস্পতিবার গভীর রাতে স্বামী-স্ত্রীকে বিষধর সাপ দংশন করে। রাতেই স্থানীয় ওঝা ডেকে বিষ নামানোর চেষ্টা করা হয়। তবে অবস্থার অবনতির কারণে শুক্রবার ভোরে তাদের সাতক্ষীরা সদর হাসপাতলে ভর্তি করা হয়। হাসপাতালে ভর্তির কিছুক্ষণ পর ইখলাস খাঁ মারা যান। 

সাতক্ষীরা সদর হাসপাতালের মেডিসিন বিভাগের ডা. আসাদুজ্জামান বলেন, বিষধর সাপের দংশনে সাপুড়ে ইখলাসের মৃত্যু হয়েছে। তার স্ত্রীর অবস্থা গুরুতর হওয়ায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

সাতক্ষীরার সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন বলেন, সকালে হাসপাতালে আনার পরে ইখলাস খাঁ মারা যান। একই সময়ে সাপের দংশনে আহত স্ত্রী আলিনাকে জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। পরে অবস্থা বেগতিক দেখে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে আলিনাও মারা যান।  

ডেইলি বাংলাদেশ/এমকেএ