Alexa সাত ক‌লে‌জের আন্দোলন স্থগিত

ঢাকা, বুধবার   ২১ আগস্ট ২০১৯,   ভাদ্র ৬ ১৪২৬,   ১৯ জ্বিলহজ্জ ১৪৪০

Akash

সাত ক‌লে‌জের আন্দোলন স্থগিত

নিজস্ব প্রতিবেদক ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১৮:০৩ ১৬ জুলাই ২০১৯  

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের আশ্বাসে আন্দোলন স্থগিত করেছেন সাত কলেজের শিক্ষার্থীরা। মঙ্গলবার আন্দোলনের সমন্বয়ক আবু বকর বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, আমরা দাবি নিয়ে বিশ্ববিদ্যালয় প্রক্টরের সঙ্গে দেখা করেছি। তিনি অতি দ্রুত আমাদের সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন।

এর আগে সকালে রাজধানীর নীলক্ষেত মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা।

পরীক্ষায় গণহারে ফেল করানোর প্রতিবাদে ও সঠিক সময়ে ফল প্রকাশের দাবিতে তারা সড়ক অবরোধ করেন। এ সময় ওই সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়।

সাত কলেজের শিক্ষার্থীদের অভিযোগ, ভালো পরীক্ষা দেয়া সত্বেও গণহারে ফেল করানো হয়েছে। নতুন নিয়ম কার্যকর করায় ভোগান্তিতে পড়ছেনে তারা।

শিক্ষার্থীরা বলছেন, এভাবে গণহারে ফেল মেনা যায় না। অবিলম্বে এ সমস্যার সমাধান চান তারা।

ডেইলি বাংলাদেশ/ইএ/এমআরকে

Best Electronics
Best Electronics