Alexa সাতক্ষীরায় মোটরসাইকেল দুর্ঘটনায় যুবলীগকর্মী নিহত

ঢাকা, মঙ্গলবার   ১৭ সেপ্টেম্বর ২০১৯,   আশ্বিন ৩ ১৪২৬,   ১৮ মুহররম ১৪৪১

Akash

সাতক্ষীরায় মোটরসাইকেল দুর্ঘটনায় যুবলীগকর্মী নিহত

সাতক্ষীরা প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১২:৫০ ১১ সেপ্টেম্বর ২০১৯   আপডেট: ১২:৫১ ১১ সেপ্টেম্বর ২০১৯

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

সাতক্ষীরার চালতেঘাটা ব্রিজের কাছে মোটরসাইকেল-ইঞ্জিনচালিত ভ্যানের সংঘর্ষে এক যুবলীগকর্মী নিহত হয়েছেন। মঙ্গলবার রাতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোস্তাফিজুর রহমান সৈয়াদালীপুর গ্রামের আবু মুসার ছেলে এবং নূরনগর ইউপির যুবলীগ সদস্য ছিলেন। এ ঘটনায় আহতরা হলেন, সৈয়দপুরের কাদের গাজী ছেলে কবির ও আব্দুল গফুরের ছেলে হাফিজুর।

জেলা পৌর যুবলীগের আহবায়ক মনোয়ার হোসেন অনু জানান, কালিগঞ্জে যুবলীগের সম্মেলন ছিল। সম্মেলন শেষে একটি মোটরসাইকেলে মোস্তাফিজসহ তিনজন বাড়ি ফিরছিলেন। পথে চালতেঘাটা ব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ইঞ্জিনচালিত ভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়। 

এতে তারা তিনজন মারাত্মক আহত হলে তাদের শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে সেখান থেকে সাতক্ষীরা সদর হাসপাতালে নেয়ার পথে মোস্তাফিজ মারা যান। অন্য দুইজনকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শ্যামনগর থানার ওসি নুরুল হুদা জানান, পুলিশ দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল ও ইঞ্জিনচালিত ভ্যানটি আটক করেছে।

ডেইলি বাংলাদেশ/জেএস