Alexa সাতক্ষীরায় ধানক্ষেতে অজ্ঞাত নারীর মরদেহ

ঢাকা, শুক্রবার   ২০ সেপ্টেম্বর ২০১৯,   আশ্বিন ৬ ১৪২৬,   ২১ মুহররম ১৪৪১

Akash

সাতক্ষীরায় ধানক্ষেতে অজ্ঞাত নারীর মরদেহ

সাতক্ষীরা প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১৪:২৫ ৬ সেপ্টেম্বর ২০১৯  

সাতক্ষীরার শ্যামনগরের ধানক্ষেত থেকে এক অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে উপজেলা সদরের একটি পেট্টোল পাম্পের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

শ্যামনগর থানার ওসি নাজমুল হুদা জানান, স্থানীয়দের দেয়া তথ্যের ভিত্তিতে পুলিশ পেট্টোল পাম্পের পাশের ধানক্ষেত থেকে গলায় ওড়না পেঁচানো অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করেন। পরে মরদেহটি সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। ওই নারীকে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে হত্যার রহস্য উদঘাটনের চেষ্টা চলছে। 

ডেইলি বাংলাদেশ/এমকেএ