Alexa সাক্ষাৎ মিললো এলিয়েনের, সিসিটিভি ফুটেছে মিলেছে সেই প্রমাণও!

ঢাকা, সোমবার   ২৩ সেপ্টেম্বর ২০১৯,   আশ্বিন ৯ ১৪২৬,   ২৪ মুহররম ১৪৪১

Akash

সাক্ষাৎ মিললো এলিয়েনের, সিসিটিভি ফুটেছে মিলেছে সেই প্রমাণও!

বিজ্ঞান ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১১:০৮ ১২ জুন ২০১৯  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বাড়ির সিসিটিভি ক্যামেরা চেক করতে গিয়েই অবাক হয়ে গেলো মালিক। তার ড্রাইভওয়ে দিয়ে হাঁটাচলা করছে মানুষ অবয়বে একটি প্রাণী! অনলাইনে সেই ছবি ছাড়তেই যথারীতি শোরগোল নেটপাড়ায়।

বাড়ির মালিক ভিভিয়ান নিজেও বিস্মিত সেই ভিডিও দেখে। জানিয়েছেন, সকালে ঘুম থেকে উঠে সিসিটিভি ক্যামেরায় ওই ছবি দেখে তাজ্জব হয়ে গিয়েছি। প্রথমে দেখি আবছা মতো কী একটা আমার দরজার সামনে থেকে হেঁটে যাচ্ছে। পরে দেখি এক অজানা প্রাণী। এরকম প্রাণীর ছবি আপনাদের কারোর ক্যামেরায় কোনোদিন ধরা পড়েছে?

পাশাপাশি তিনি এও জানিয়েছেন, তার বাকি দু-টি ক্যামেরায় কোনো কারণে এই ছবি ধরা পড়েনি।

এদিকে, ভিডিওটি দেখার পরে নানা মুনির নানা মত। কেউ বলেছেন এটি এলফ বা গবলিন। আবার অনেকেই বলছে হ্যারি পটারের ম্যাজিকাল হাউসের এলফের সঙ্গে মিল পেয়েছেন। আবার অনেকেই বলছেন এবার ক্যামেরায় ধরা পড়লো সত্যিকারের এলিয়েন। আর সেটিও আবার পৃথিবীতেই। 

নেটে ছাড়ার পড়েই ছবির ভিউয়ার্স ৯ লাখ। ফেসবুক উপচে পড়েছে মন্তব্যে। এটি টুইটারে আবার রিপোস্ট করার পর ছবিটি দেখেছেন ৩০ লাখেরও বেশি মানুষ।

আবার অনেকেরই মত, ভিভিয়ান গোমস ক্যামেরার কারসাজিতে বা ফোটোশপ করে এই ধরনের এফেক্ট এনেছেন ছবিতে। যদিও গোমস অনড় তার মতে, এখানে কোনো কারসাজি নেই। পুরোটাই সত্যি।

সিসিটিভি ক্যামেরায় এলিয়েনের ফুটেজটি দেখতে >>>এখানে<<< ক্লিক করুন। 

ডেইলি বাংলাদেশ/টিএএস