Alexa সাকিব-মুশিরা যেখানে অভিনেতা

ঢাকা, বুধবার   ১৯ ফেব্রুয়ারি ২০২০,   ফাল্গুন ৬ ১৪২৬,   ২৪ জমাদিউস সানি ১৪৪১

Akash

সাকিব-মুশিরা যেখানে অভিনেতা

স্পোর্টস ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ২২:০১ ১১ জুন ২০১৯   আপডেট: ২২:০১ ১১ জুন ২০১৯

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

এবারের বিশ্বকাপে দলগুলোর খেলোয়াড়দের নিয়ে আইসিসি বিভিন্ন বিনোদনমূলক কার্যক্রম পরিচালনা করছে। ফলে ক্রিকেট ছাড়াও ঘরের ভেতর মজার কিছু খেলায় মেতে উঠেছেন ক্রিকেটাররা।

আমাদের সাকিব মুশফিকরাও এর ব্যতিক্রম নন। সম্প্রতি তাদের নতুন এ খেলার একটি ভিডিও প্রকাশ করেছে আইসিসি, যে খেলার নাম তারা দিয়েছে ‘Charades ’।

খেলার পদ্ধতিটি বেশ মজার। এখানে একটি পাত্রে কাগজের ভেতর কিছু নাম লিখা থাকে। একজন একটি কাগজ তুলে সেই কাগজে যার নাম থাকে তার কোন বৈশিষ্ট্য নকল করে দেখান। আরেকজনকে অভিনয় দেখে ব্যক্তিটির নাম বলতে হয়। এক্ষেত্রে অবশ্য ক্লু ছিল। 

প্রথমে সাকিব কাগজ তোলেন। তবে এরপরই হাসিতে ফেটে পড়েন। অভিনয়ের মাধ্যমে যাকে বুঝান সেই ব্যক্তিটি ছিল মুশফিক। মজার বিষয়, এক্ষেত্রে উত্তরও দেন মুশফিকই। 

এরপর রুবেল হোসেন মুত্তিয়া মুরালিধরণের, মুশফিক ক্রিস গেইলের, সাকিব মাশরাফির, মাশরাফি রিয়াদের স্মরণীয় মূহুর্ত বা ব্যাট করার বা বোলিং একশন দেখান।  এছাড়া ওয়াসিম আকরামের বোলিং একশন নকল করে মাশরাফির পরীক্ষা নেন মেহেদী মিরাজ। 

মাঠে বৃষ্টিতে খেলা না হলেও মাঠের বাইরে নতুন খেলাটা উপভোগই করেছেন সবাই। 

তাদের খেলা ও অভিনয় দেখতে এখানে ক্লিক করুন।

ডেইলি বাংলাদেশ/এএল/সালি