Alexa সাংহাই মাস্টার্স জিতলেন দানিল মেদভেদেভ

ঢাকা, শনিবার   ১৪ ডিসেম্বর ২০১৯,   অগ্রহায়ণ ২৯ ১৪২৬,   ১৬ রবিউস সানি ১৪৪১

সাংহাই মাস্টার্স জিতলেন দানিল মেদভেদেভ

স্পোর্টস ডেস্ক   ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১৬:১৩ ১৪ অক্টোবর ২০১৯  

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

আলেক্সান্ডার জিভরেভকে হারিয়ে সাংহাই মাস্টার্সের শিরোপা জিতেছেন দানিল মেদভেদেভ। 

জিভরেভকে ৭৩ মিনিটে ৬-৪, ৬-১ গেমে হারান বিশ্ব র‌্যাংকিংয়ের চতুর্থ নম্বর থাকা মেদভেদেভ। প্রতিপক্ষের বিপক্ষে ৫ বারের প্রচেষ্টায় এবারই প্রথম জয় পেলেন এই রাশিয়ান।

এ বছর যে কোনো প্রতিপক্ষের চেয়ে সবচেয়ে বেশি ফাইনালে খেলেছেন মেদভেদেভে। শেষ ৬ টুর্নামেন্টেই ফাইনাল উঠেছেন। তার মধ্যে জিতেছেন তিনটিতে। এবছরে জিতলেন চতুর্থ শিরোপা।

আগস্টে সিনসিনাটি জেতার পর টানা দ্বিতীয় এটিপি মাস্টার্স শিরোপা ঘরে তুললেন। শিরোপা জেতার পর সব কিছু অন্যরকম লাগছে তার, ‘সত্যি কথায় বলতে অসাধারণ। ট্যুরে সবচেয়ে বেশি সম্মানজনক শিরোপা এটি। নিজেকে বলেছি সব সময় উপভোগ করতে। শান্ত থেকেছি আর নিজের কাজটা ঠিকমতো করার চেষ্টা করেছি।’
 

ডেইলি বাংলাদেশ/আরএস