Alexa সাংবাদিক লাঞ্ছিতের ঘটনায় তদন্ত কমিটি গঠন

ঢাকা, বুধবার   ২৯ জানুয়ারি ২০২০,   মাঘ ১৬ ১৪২৬,   ০৪ জমাদিউস সানি ১৪৪১

Akash

সাংবাদিক লাঞ্ছিতের ঘটনায় তদন্ত কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক

 প্রকাশিত: ২১:০৭ ২৯ জানুয়ারি ২০১৯   আপডেট: ২১:১৩ ২৯ জানুয়ারি ২০১৯

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

রাজধানীর মুগদা হাসপাতালের সামনের সড়কে দুই সাংবাদিক লাঞ্ছিতের ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

মঙ্গলবার স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. আসাদুল ইসলামকে তদন্ত কমিটি গঠন করার নির্দেশ দেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। ওই
কমিটিকে সাত দিনের মধ্যে প্রতিবেদন জমা দেয়ার কথাও বলা হয়েছে। 

মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে কমিটিতে অন্যান্যরা হলেন, স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (হাসপাতাল)  অধ্যাপক ডা. মোহাম্মদ আলী এবং মন্ত্রণালয়ের সিনিয়র সহকারি সচিব মো. শাহাদত হোসেন।

এদিকে এক বিবৃতিতে মুগদা হাসপাতালের বাইরে গণমাধ্যম কর্মীদের সঙ্গে সৃষ্ট ঘটনাকে অনাকাঙ্ক্ষিত অভিহিত করে স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, হাসপাতালে এ ধরনের ঘটনা দুঃখজনক। তা কারো কাছেই কাম্য নয়। সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার আশ্বাসও দেন তিনি।

ডেইলি বাংলাদেশ/এসএইচআর/এমআরকে/এলকে