Alexa সাংবাদিকের মোবাইল কেড়ে নিল রিটার্নিং কর্মকর্তা

ঢাকা, বুধবার   ২৪ জুলাই ২০১৯,   শ্রাবণ ৯ ১৪২৬,   ২০ জ্বিলকদ ১৪৪০

সাংবাদিকের মোবাইল কেড়ে নিল রিটার্নিং কর্মকর্তা

রংপুর প্রতিনিধি

 প্রকাশিত: ১৭:২৯ ৬ ডিসেম্বর ২০১৮   আপডেট: ১৭:২৯ ৬ ডিসেম্বর ২০১৮

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

রংপুরে সাংবাদিকের মোবাইল কেড়ে নিয়েছেন রিটার্নিং কর্মকর্তা ও ডিসি এনামুল হাবিব। ২০ দলীয় জোট প্রার্থী গোলাম রাব্বানীর মনোনয়ন যাচাই-বাছাইয়ে হট্টগোলের ভিডিওধারণ করার সময় এ ঘটনা ঘটে। পরে সাংবাদিকদের তোপের মুখে এ ঘটনার জন্য ক্ষমা চান তিনি।

উচ্চ আদালতের নির্দেশে বৃহস্পতিবার দুপুরে জামায়াত নেতা গোলাম রব্বানীর মনোনয়ন যাচাই-বাছাই শুরু হলে মিঠাপুকুরের এমপি এইচ এন আশিকুর রহমানের পক্ষে উপস্থিত আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতা-কর্মীদের সঙ্গে বিএনপি-জামায়াতপন্থী আইন জীবীদের হাতাহাতি হয়। 

এসময় ঘটনাটি মোবাইল ফোনে ধারণ করেন একুশে টিভি ও দৈনিক সংবাদের রংপুর বিভাগীয় প্রতিনিধি প্রবীন সাংবাদিক লিয়াকত আলী বাদল ও রংপুর প্রেবক্লাবের সাধারণ সম্পাদক রশীদ বাবু। এতে ডিসি ক্ষিপ্ত হয়ে তাদের মোবাইল ফোনটি কেড়ে নেন। এঘটনা জানা জানি হলে সাংবাদিকরা ছুটেযান রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে। এঘটনায় উত্তেজনা দেখা দেয়। পরে ওই ঘটনার জন্য সাংবাদিকের কাছে ক্ষমা চান।

ডেইলি বাংলাদেশ/জেডএম