Exim Bank
ঢাকা, মঙ্গলবার ১৯ জুন, ২০১৮
Advertisement

সস্তায় কেনাকাটায় ফুটপাতে সারা!

 বিনোদন ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১৪:৫৩, ১৩ জুন ২০১৮

১২৬৬ বার পঠিত

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

ফুটপাতে সস্তায় কেনাকাটার মজাই আলাদা। তাই এই মজায় শুধু সাধারণ মানুষ কেন, সেলিব্রিটিরাও কখনো-সখনো বুঁদ হয়ে যান। যেমনটা হলো সইফ-অমৃতা কন্যা সারা আলি খানের ক্ষেত্রে।

প্রথম ছবি ‘কেদারনাথ’র শুটিং এখনো আটকে থাকায় সারা ব্যস্ত রয়েছেন রোহিত শেট্টির ‘সিম্বা’র শুটিংয়ে। ‘সিম্বা’তে রণবীর সিংয়ের বিপরীতে দেখা যাবে তাকে। তাই আপাতত ‘সিম্ব’`র শুটিংয়ে ব্যস্ত সাইফ-অমৃতা কন্যা সারা রয়েছেন হায়দরাবাদে।

এদিকে, রামোজি ফিল্ম সিটিতে চলছে ফিল্মের শুটিং। তবে সেই শুটিংয়ের ফাঁকে হায়দরাবাদের ফুটপাত থেকে কেনাকাটা করতে দেখা গেল সারাকে, সঙ্গে ছিলেন মা অমৃতা সিংও! সেখানে অনেকটাই স্বস্তিতেই কেনাকাটা করতে দেখা গেল তাদেরকে।

চারমিনার সংলগ্ন জনপ্রিয় লাদ বাজার বেশ খোশ মেজাজে কেনাকাটা করতে দেখা গেলো তাদের। খুব সম্ভবত, জুয়েলারি কিনছিলেন তারা।

পায়ে হেঁটেই ঘুরে বেড়ালেন লাদ বাজার এলাকায়। এসবের মাঝেই কোনো এক ব্যক্তির ক্যামেরার ক্লিকে ধরা পড়েন সারা। আর সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে আসে ছবিটি।

ডেইলি বাংলাদেশ/জেডআই

সর্বাধিক পঠিত