Alexa এক সম্রাটের কজন স্ত্রী, থাকেন কে কোথায়? 

ঢাকা, রোববার   ২০ অক্টোবর ২০১৯,   কার্তিক ৪ ১৪২৬,   ২০ সফর ১৪৪১

Akash

এক সম্রাটের কজন স্ত্রী, থাকেন কে কোথায়? 

নিউজ ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১৫:০৫ ৬ অক্টোবর ২০১৯   আপডেট: ১৫:৫২ ৬ অক্টোবর ২০১৯

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

ক্যাসিনো লঙ্কাকাণ্ডে গ্রেফতার যুবলীগ নেতা ইসমাইল হোসেন চৌধুরী ওরফে সম্রাটের স্ত্রীর সংখ্যা নিয়ে রহস্যের জট এখনো খুলেনি। তবে অধিকাংশের দাবি ঢাকার আন্ডার ওয়াল্ড দাপিয়ে বেড়ানো এই সম্রাটের তিনজন স্ত্রী রয়েছে। এর মধ্যে একজন বিদেশি স্ত্রী আছে বলেও দাবি একাধিক সূত্রের। সম্রাটের পরিবারের ঘনিষ্ঠ সূত্রের বরাতে গণমাধ্যমের এ খবরে তোলপাড় সামাজিক যোগযোগ মাধ্যমগুলোও।

একাধিক পারিবারিক সূত্র জানায়, সম্রাটের দুই স্ত্রী। প্রথম পক্ষের স্ত্রী বাড্ডায় থাকেন। প্রথম পক্ষে সম্রাটের এক মেয়ে। ওই মেয়ে পড়াশোনা শেষ করেছেন।

সম্রাটের দ্বিতীয় স্ত্রী শারমিন চৌধুরী মহাখালীর ডিওএইচএসে থাকেন। তার এক ছেলে। সেই ছেলে মালয়েশিয়ায় এক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন।

এছাড়াও সিঙ্গাপুরে সম্রাটের বিদেশি একজন স্ত্রী আছে বলেও পারিবারিক সূত্রটি জানায়। তবে ওই স্ত্রীর ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি। তবে বিদেশে বিভিন্ন অনুষ্ঠানে তাদেরকে অন্তরঙ্গ মুহূর্তে দেখা গেছে।

সূত্রটি জানিয়েছে, সম্রাট মহাখালীতে দ্বিতীয় স্ত্রীর বাসাতেই স্থায়ীভাবে থাকতেন। তবে দুই বছর ধরে তিনি বাসায় যেতেন না। কাকরাইলে নিজের কার্যালয়ে থাকতেন। তবে বাসার বাইরে থাকলেও গাড়ির চালকের খরচসহ পরিবারের সব খরচ দিতেন সম্রাট।

সম্রাটরা তিন ভাই। এক ভাই ছাত্রলীগের রাজনীতি করেন। আরেক ভাই সম্রাটের ক্যাসিনো ব্যবসা দেখাশোনা করতেন। সম্রাটের মা ভাইদের সঙ্গে ঢাকায় থাকতেন। সম্রাটদের গ্রামের বাড়ি ফেনীতে।

প্রসঙ্গত, রোববার ভোর ৫টার দিকে কুমিল্লার চৌদ্দগ্রামের আলকরা ইউনিয়নের কুঞ্জুশ্রীপুর গ্রাম থেকে সম্রাটকে গ্রেফতার করা হয়। এ সময় তার সহযোগী যুবলীগ নেতা এনামুল হক আরমানকেও গ্রেফতার করে র‌্যাব।

ডেইলি বাংলাদেশ/জেএইচ