Alexa সম্পর্কে আকর্ষণ ধরে রাখতে এই কাজগুলো করছেন তো?

ঢাকা, শনিবার   ১৬ নভেম্বর ২০১৯,   অগ্রাহায়ণ ১ ১৪২৬,   ১৮ রবিউল আউয়াল ১৪৪১

Akash

সম্পর্কে আকর্ষণ ধরে রাখতে এই কাজগুলো করছেন তো?

লাইফস্টাইল ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১৪:০৭ ৭ নভেম্বর ২০১৯  

ফাইল ছবি

ফাইল ছবি

বিয়ের বছর না যেতেই শুরু হয়ে যায় এক জনের প্রতি অন্য জনের অভিযোগ। ধীরে ধীরে এই সম্পর্ক তার আকর্ষণ হারাতে থাকে। হারাতে থাকে একজন আরেক জনের প্রতি টান।

কিন্তু সম্পর্ক টিকিয়ে রাখতে বছর গুনলেই চলে না, সঙ্গে থাকতে হয় সম্পর্কের মধ্যে আকর্ষণ। এই আকর্ষণই তৈরি করে দুজন দুজনার প্রতি টান আর ভালোবাসা। আর একসঙ্গে থাকার দৃঢ় ইচ্ছা। তাই শীতলতা দূর করে দীর্ঘ দিনের বিবাহিত সম্পর্কেও আকর্ষণ ধরে রাখুন। এর জন্য অবশ্যই করুন এই কাজগুলো-

> প্রথমেই একে অন্যের প্রতি অভিযোগ করা বন্ধ করুন।
 
> কোনো সমস্যা হলে অন্যদের না বলে, নিজেদের মধ্যে আলোচনা করে সমাধানের চেষ্টা করুন।  

> সঙ্গীর স্পর্শে থাকুন। টিভি দেখার সময় হাতে হাত বা তার কাধে মাথা রাখুন।   

> দাম্পত্যজীবনে পরস্পরের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক রাখুন, সঙ্গে রোমান্সটাকেও বাদ দেবেন না।  

>  সন্তানের জন্য নিজেদের সম্পর্কে দূরত্ব আসতে দেয়া যাবে না।

> একই রকম সাজ পোশাকে মাঝে মাঝে নিজেরই একঘেয়ে লাগে। সঙ্গীর দোষ কি আগ্রহ হারালে? নিজের যত্ন নিন। সৌন্দর্য এবং স্মার্টনেস দু’টিই ধরে রাখুন।  

> রাতে শোবার সময়টি অবশ্যই গুরুত্বপূর্ণ। আরাম খুঁজতে সেই পুরোনো নাইটির বদলে মাঝেমাঝে গ্ল্যামারাস পোশাক পরুন। হালকা সাজে পছন্দের পারফিউম মেখে বিছানায় যান।

> সম্পর্ক সুন্দর রাখতে নিজেই এগিয়ে আসুন, অন্যপাশ থেকেও ইতিবাচক সাড়াই মিলবে।

ডেইলি বাংলাদেশ/এএ