Alexa সমুদ্র সৈকতে মধুচন্দ্রিমায় সোফিয়া

ঢাকা, সোমবার   ২৬ আগস্ট ২০১৯,   ভাদ্র ১১ ১৪২৬,   ২৪ জ্বিলহজ্জ ১৪৪০

Akash

সমুদ্র সৈকতে মধুচন্দ্রিমায় সোফিয়া

 প্রকাশিত: ১৯:০২ ২২ ডিসেম্বর ২০১৭  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ইন্দো-ব্রিটিশ মডেল অভিনেত্রী সোফিয়া হায়াত ইজিপ্টের সমুদ্র সৈকতে উত্তাপ ছড়াচ্ছেন। মডেল অভিনেত্রী সোফিয়া কখন কী করেন, সেটা নিয়ে পেজ থ্রি সব সময়ই সরগরম। এবার নিজের মধুচন্দ্রিমার ছবি শেয়ার করলেন সোফিয়া। আর ওইসব ছবি দেখেই ফের সরগরম সামাজিক যোগাযোগ মাধ্যম।

জানা গেছে, ইজিপ্টে গিয়ে ওই ছবি শেয়ার করেন সোফিয়া হায়াত। সেখানে কখনও স্বামী ভ্লাদের ঠোঁটে ঠোঁট রেখে পোজ দিতে দেখা গেছে এই আবেদনময়ী অভিনেত্রীকে। আবার কখনও বিকিনি পরেই ‘সানবাথ’ নিতে দেখা যায় তাকে।

২০১৬ সালে সন্ন্যাস নেন সোফিয়া হায়াত। ‘মাদার গাইয়া’ নাম নিয়ে ওই বছরই সংবাদ শিরোনাম হন এই মডেল অভিনেত্রী। কিন্তু ২০১৭ সালে সন্ন্যাস ছেড়ে ভ্লাদের সঙ্গে সম্পর্কে জড়ান সোফিয়া। এরপর যতো দ্রুত সম্ভব বিয়েটা সেরে নেন এই জুটি।

বিয়ের পর সোফিয়াকে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা গেলেও, তাদের মধুচন্দ্রিমার ছবি দেখা যায়নি। কিন্তু এবার ইজিপ্টে গিয়ে ‘হানিমুনের’ ছবিই শেয়ার করেছেন বলে জানিয়েছেন সোফিয়া। সূত্র: জিনিউজ

ডেইলি বাংলাদেশ/এমআরকে

Best Electronics
Best Electronics