Alexa সমুদ্রে ভাসিয়ে দেয়া চিঠি ২৯ বছর পর ফিরে পেল তরুণী!

ঢাকা, সোমবার   ২৪ ফেব্রুয়ারি ২০২০,   ফাল্গুন ১১ ১৪২৬,   ২৯ জমাদিউস সানি ১৪৪১

Akash

সমুদ্রে ভাসিয়ে দেয়া চিঠি ২৯ বছর পর ফিরে পেল তরুণী!

 প্রকাশিত: ১৬:৫৯ ২১ অক্টোবর ২০১৭   আপডেট: ২০:১৬ ২২ অক্টোবর ২০১৭

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

১৯৮৮ সালের ২৬ সেপ্টেম্বর খেলার ছলে একটি চিঠি লিখে বোতলে পুরে সমুদ্রে ভাসিয়ে দিয়েছিলেন মিরান্ডা চাভেজ নামে আট বছরের শিশু। 

সেই চিঠি ২৯ বছর পর তার কাছে ফিরে আসে। তবে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। সেই ছোট্ট বয়সে লেখা চিঠির বয়ান পড়ে চমকে উঠেছিলেন মেয়েটি। এই চিঠিই তিনি ভাসিয়ে দিয়েছিলেন সাগরের বুকে।

আট বছরের ছোট্ট মিরান্ডা চাভেজ এখন ৩৭ বছরের তরুণী। সম্প্রতি সোশ্যাল মিডিয়া মাধ্যমে মিরান্ডার খোঁজ পেয়েছেন লিন্ডা হাম্ফ্রি এবং তার স্বামী ডেভিড। হাম্ফ্রি দম্পতি জানান, চিঠির নিচে লেখা নাম ঠিকানা দেখে লেখিকাকে শনাক্ত করেন তারা। চিঠি পড়ে জানা যায়, ২৯ বছর আগে দক্ষিণ ক্যারোলিনার এডিস্টো সৈকতের ধারে বেড়াতে গিয়েছিলেন মিরান্ডা। সেখানেই এই চিঠি লিখে বোতলে ভরে সমুদ্রে ভাসিয়ে দেন তিনি। ২৯ বছর পরে সেই চিঠি উদ্ধার হয় জর্জিয়ার স্যাপেলো দ্বীপ থেকে। বোতল সমেত চিঠি খুঁজে পান হাম্ফ্রি দম্পতি।

ডেভিড জানিয়েছেন, চিঠির নাম ও ঠিকানা দেখে তারা চিঠির ছবি ফেসবুকে পোস্ট করেন। যেহেতু চিঠিতে লেখা ঠিকানা বদলে ফেলেছিলেন মিরান্ডা, তাই সোশ্যাল মিডিয়ার শরণাপন্ন হন হাম্ফ্রি দম্পতি।

ফেসবুকে নিজের চিঠি দেখে উচ্ছ্বসিত মিরান্ডা। বার বার হাম্ফ্রি দম্পতিকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। তার কথায়, ‘খুব ছোট ছোট বিষয়ও জীবনে ছাপ রেখে যায়। আমরা যতই এগিয়ে চলি না কেন, কিছু ছোট ঘটনা ফের শৈশবের স্মৃতিকে তাজা করে দেয়। এই ঘটনা আমার জীবনের সবচেয়ে আনন্দের মুহূর্তগুলির মধ্যে একটি।’

ডেইলি বাংলাদেশ/এসআই