Alexa সমালোচনার মুখে কুলুপ দিতে ড. মাহফুজুরের গানে বাপ্পী লাহিড়ী-অরিজিৎ

ঢাকা, শনিবার   ২৪ আগস্ট ২০১৯,   ভাদ্র ৯ ১৪২৬,   ২২ জ্বিলহজ্জ ১৪৪০

Akash

সমালোচনার মুখে কুলুপ দিতে ড. মাহফুজুরের গানে বাপ্পী লাহিড়ী-অরিজিৎ

 প্রকাশিত: ১৭:১১ ২০ অক্টোবর ২০১৭   আপডেট: ০৯:৩৭ ২১ অক্টোবর ২০১৭

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

গেলো ঈদে বেসরকারি টিভি চ্যানেল এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ড. মাহফুজুর রহমানের একক সংগীতানুষ্ঠান ‘স্মৃতির আলপনা আঁকি’ বেশ আলোচনার জন্ম দেয়। তবে এটিকে আলোচনার না বলে সমালোচনাই বলা চলে। কিন্তু হেরে যাওয়ার পাত্র নন মাহফুজুর রহমান। তিনি গান চালিয়ে যাবেন। কোন সমালোচনায় তার গান থামবে না।

জানা যায়, তার পরবর্তী গানের সংগীত পরিচালনা করবেন ভারতের প্রখ্যাত সংগীতকার বাপ্পী লাহিড়ী ও অরিজিৎ সিং।

গানের প্রতি আগ্রহের কথা জানিয়ে ড. মাহফুজুর রহমান বলেন, ‘ছোটবেলা থেকেই গানের প্রতি দুর্বলতা ছিল। বাবা গান খুব পছন্দ করতেন। তিনি প্রখ্যাত শিল্পীদের গানের রেকর্ড নিয়ে আসতেন। বাসায় প্রচুর গানের রেকর্ড ছিল, যেখানে প্রখ্যাত কোনো শিল্পী বাদ ছিলেন না। পাশাপাশি খ্যাতিমান লেখকদের বিশাল বইয়ের ভাণ্ডার গড়ে তুলেছিলেন বাবা। আমার দুই বোনকে গান শিখানোর জন্য দু’জন শিক্ষক এবং দু’জন যন্ত্রবাদক রেখেছিলেন। আমাকেও বাবা বোনদের সঙ্গে গান শেখাতে বসাতেন। এতে গানের সঙ্গে মিতালিটা আমার জন্য খুবই সহজ হয়ে পড়ে।’

ডেইলি বাংলাদেশ/এসআই

Best Electronics
Best Electronics