Alexa সমাবেশ মঞ্চে এরশাদ-রওশন

ঢাকা, বৃহস্পতিবার   ১৮ জুলাই ২০১৯,   শ্রাবণ ৪ ১৪২৬,   ১৫ জ্বিলকদ ১৪৪০

সমাবেশ মঞ্চে এরশাদ-রওশন

 প্রকাশিত: ০৯:৫২ ২৪ মার্চ ২০১৮   আপডেট: ২০:৩৪ ২৪ মার্চ ২০১৮

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশ মঞ্চে উপস্থিত হয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ।

শনিবার সকাল নয়টা ২০ মিনিটে তিনি সমাবেশ মঞ্চে আসেন। এ সময় দলের নেতাকর্মীরা স্লোগানে স্লোগানে তাকে শুভেচ্ছা জানান। এরশাদও এ সময় হাত নেড়ে তাদের শুভেচ্ছার জবাব দেন।

এদিকে, মহাসমাবেশ ঘিরে সকাল থেকেই সোহরাওয়ার্দী উদ্যানে নেতাকর্মীরা জড়ো হচ্ছেন। নগরীর বিভিন্ন ওয়ার্ড থেকে মিছিল আসছে সমাবেশে।

সকাল ১০টায় আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরু হবে। এর আগেই সোহরাওয়ার্দী উদ্যানের মাঠ নেতাকর্মীতে ভরে গেছে।

ঢাকা ছাড়াও দেশের বিভিন্ন জেলা থেকে বাসে করে জাতীয় পার্টির নেতাকর্মীরা ঢাকা বিশ্ববিদ্যালয়, শাহবাগ ও এর আশপাশের এলাকায় অবস্থান নিয়েছেন।

সমাবেশকে ঘিরে আইনশৃঙ্খলা বাহিনী সোহরাওয়ার্দী উদ্যান নিরাপত্তার চাদরে ঢেকে দিয়েছে।

ডেইলি বাংলাদেশ/এলকে