Exim Bank
ঢাকা, সোমবার ১৮ জুন, ২০১৮
Advertisement

সমকামীদের শাস্তি কী মৃত্যুদণ্ড হওয়া উচিত?

 আন্তর্জাতিক ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১০:৫২, ৫ অক্টোবর ২০১৭

৩২৬১ বার পঠিত

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

বিতর্কিত ইস্যু `সমকামী` বিষয়টি নিয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন মহলে নানা বিতর্ক হয়েছে। এই বিতর্কের ইতি টানতেই জেনেভায় জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল থেকে একটি রেজিলিউশন আনা হয়।

সমকামীদের শাস্তি কী মৃত্যুদণ্ড হওয়া উচিত? এই মৃত্যুদণ্ডের শাস্তি তুলে দেওয়ার জন্যই একটি প্রশ্ন করা হয় ৪৭টি দেশকে। এমন প্রশ্নের জবাবে ভাতরসহ কয়েকটি দেশ সমকামীদের মৃত্যুদণ্ড দেওয়ার পক্ষে ভোট দেয়।

তবে ৪৭টি দেশের মধ্যে ২৭টি দেশই মৃত্যুদণ্ড তুলে দেওয়ার সমর্থন করে ভোট দিয়েছে। ১৩টি দেশ জানিয়েছে, সমকামিতার শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড হওয়া উচিত। অপরদিকে, সাতটি দেশ এই বিষয়টি নিয়ে কোন মন্তব্যই করেনি।

ভারতের পাশাপাশি সমকামিতার শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড দেওয়ার জন্য সমর্থন জানিয়েছে চীন, বুরুন্ডি, বোটসওয়ানা, ইজিপ্ট, ইরাক, জাপান, কাতার, সৌদি আরব, আমেরিকা। তবে, ৪৭টি দেশের মধ্যে ২৭টি দেশ মৃত্যুদণ্ড তুলে দেওয়ার পক্ষে ভোট দেওয়ায় প্রস্তাবটি পাস হয়ে গেছে। তবে, এখনও পৃথিবীর কয়েকটি দেশে সমকামিতায় মৃত্যুদণ্ড দেওয়ার আইন রয়েছে। পাকিস্তান, কাতার, ইউনাইটেড আরব এমিরেটস, মাউরিটানিয়া এবং আফগানিস্তানে সমকামিতার শাস্তি মৃত্যুদণ্ড।

সূত্র: কলাকাতা টুয়েন্টিফোর।

ডেইলি বাংলাদেশ/টিআরএইচ

সর্বাধিক পঠিত