Alexa সবুজে ঢেকে গেছে গ্রাম

ঢাকা, মঙ্গলবার   ১৬ জুলাই ২০১৯,   শ্রাবণ ১ ১৪২৬,   ১২ জ্বিলকদ ১৪৪০

সবুজে ঢেকে গেছে গ্রাম

ঝিনাইদহ প্রতিনিধি

 প্রকাশিত: ১৭:০৯ ১১ জানুয়ারি ২০১৯   আপডেট: ১৭:১৭ ১১ জানুয়ারি ২০১৯

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

ঝিনাইদহে গাছে গাছে ভরে উঠছে ধরিত্রী। গ্রামগুলো সবুজে ঢেকে গেছে। এ জেলায় বনায়ন একটি আন্দোলনের রূপ পেয়েছে।

ব্যাপক বৃক্ষ নিধনের ফলে এক সময় এ জেলায় বনের পরিমাণ একেবারেই কমে গিয়েছিল। ১৯৮০ সালের পর মানুষ নতুন করে বন সৃজনে ঝুঁকতে থাকে। মানুষ বুঝতে পারে গাছেই সমৃদ্ধি। তারা নতুন করে গাছ লাগাতে শুরু করে।

হাট থেকে বাজার করে ফেরার পথে অন্যান্য সওদার সঙ্গে একটি গাছের চারা কিনে নিয়ে যেত। বাড়ি ফিরে ফাঁকা জায়গায় যত্ন করে লাগাত। একজনের দেখাদেখি অন্যরাও গাছ লাগাতে শুরু করে। পাশাপাশি সরকারও পরিবেশ রক্ষায় বন সৃজনে নজর দেয়।

সামাজিক বনায়ন ও অন্যান্য কর্মসূচির আওতায় বৃক্ষ রোপণ চলতে থাকে। এরপর মানুষ বাণিজ্যিকভাবে বৃহৎ পরিসরে বন সৃজন শুরু করে। আম, লিচু, কাঁঠাল, কুল ও পেয়ারার বাগান করতে থাকে। ফলের বাগান করে মানুষ ভালো লাভবান হয়। এখন আর গ্রামে বন সৃজনের মতো পতিত জমি নেই বললেই চলে। প্রতিটি বাড়ির চারপাশে গাছে ভরেছে।

জেলা নার্সারি মালিক সমিতির সভাপতি মীর গোলাম নবী বলেন, এ জেলায় ২শ’ থেকে ২৫০টি নার্সারি আছে। এসব নার্সারিতে বিভিন্ন প্রজাতির গাছের চারা রয়েছে। সেখান থেকে বছরে কোটির উপরে চারা বিক্রি হয়।

জেলা বন দফতরের কর্মকর্তা খোন্দকার মো. গিয়াসউদ্দিন বলেন, গাছ লাগানোর মতো ফাঁকা জায়গার অভাব দেখা দিয়েছে। ফসলি জমিতে ফলের বাগান করছে। এ জেলায় মোট জমির ২৫ ভাগের বেশিতে বন সৃজন হয়েছে।

ডেইলি বাংলাদেশ/এমআর