Alexa সবার সামনে খুলে পড়ল স্কার্ট!

ঢাকা, রোববার   ২২ সেপ্টেম্বর ২০১৯,   আশ্বিন ৭ ১৪২৬,   ২২ মুহররম ১৪৪১

Akash

সবার সামনে খুলে পড়ল স্কার্ট!

বিনোদন ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১৪:৫৭ ১৮ আগস্ট ২০১৯   আপডেট: ০৮:৩৮ ১৯ আগস্ট ২০১৯

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

লাল টুকটুকে পোশাকে ফটোসেশন শেষ করেছেন। চোখে-মুখে হাসির ঝিলিক। হাত নাড়তে নাড়তে হেঁটে চলেছেন। আর তাতেই ঘটল বিপত্তি!

রাশিয়ান এই সুন্দরী মডেলের নাম ইউলিয়া। আশপাশের সবার সামনেই খুলে গেল তার গাউনের নিচের অংশ (স্কার্ট)। কী করবেন বুঝতে না পেরে লজ্জায় নিজের মুখ ঢাকলেন।

ক্লিকের পর ক্লিক আর আলো জ্বলছে। একের পর এক উঠছে ছবি। নিজেকে বাঁচাতে কী করবেন? অবাক হয়ে শুধুই হাসলেন।

এক ব্যক্তি ওই মডেলকে সহযোগিতার হাত বাড়ালেন। খুলে যাওয়া স্কার্টটি সযত্নে পরিয়ে দিলেন। গায়ে জড়িয়ে দিয়ে আবার পিন করে দিলেন।

অতঃপর হাসতে হাসতে আবারো রেড কার্পেটে হাঁটতে লাগলেন রাশিয়ান ওই সুন্দরী মডেল!

ডেইলি বাংলাদেশ/জেডআর