Alexa সজল, প্রভা ও একটি পোষা বিড়াল!

ঢাকা, শুক্রবার   ০৬ ডিসেম্বর ২০১৯,   অগ্রহায়ণ ২১ ১৪২৬,   ০৮ রবিউস সানি ১৪৪১

সজল, প্রভা ও একটি পোষা বিড়াল!

 প্রকাশিত: ১৩:৩৫ ২০ এপ্রিল ২০১৮  

ফাইল ফটো

ফাইল ফটো

একটি সংসারে অভিমান আর খুনসুটি তো থাকবেই। তাদের সংসারেও আছে। বলছিলাম, নবদম্পতি সজল ও প্রভার কথা। নাটকে দেখা যাবে তাদের অভিমান আর খুনসুটি। প্রভা ও সজলের নাটকটির নাম ‘অভিমান খুনসুটি’।

নাইস নূরের রচনায় এটি পরিচালনা করেছেন তপু খান। নাটকটিতে আরো অভিনয় করেছেন পাভেল ইসলাম ও শিশুশিল্পী সারগাম।

নাটকটির গল্পে দেখা যাবে, সজল ও প্রভা নবদম্পতি। এই নাটকে প্রভার একটা পোষা বিড়াল আছে। বিয়ের পর নিমো নামের সেই বিড়াল নিয়ে ব্যস্ত থাকে প্রভা। এই নিয়ে শুরু হয় ‘অভিমান খুনসুটি’। এগিয়ে যায় নাটকের গল্প।

এদিকে, নাটকটি প্রসঙ্গে পরিচালক তপু জানিয়েছেন, শিগগির একটি বেসরকারি টেলিভিশনে প্রচারিত হবে এটি।

তিনি বলেন, নাটকটির গল্প খুব ভালো। বিড়ালটিই এই নাটকের প্রধান চরিত্র। এর শুটিং করা তেমন সহজ ছিল না। অনেক কৌশল অবলম্বন করতে হয়েছে। তবে সজল ও প্রভা খুবই ভালো অভিনয় করেছে।

ডেইলি বাংলাদেশ/জেডআই