Alexa সচিব হলেন সুনামগঞ্জের দিলোয়ার

ঢাকা, বুধবার   ২৩ অক্টোবর ২০১৯,   কার্তিক ৮ ১৪২৬,   ২৪ সফর ১৪৪১

Akash

সচিব হলেন সুনামগঞ্জের দিলোয়ার

 প্রকাশিত: ১৪:৩৫ ১০ নভেম্বর ২০১৮   আপডেট: ১৪:৩৫ ১০ নভেম্বর ২০১৮

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

সুনামগঞ্জ সদর উপজেলার আরপিন নগরের সন্তান দিলোয়ার বখতকে পরিকল্পনা কমিশনের ভারপ্রাপ্ত সচিব থেকে পদোন্নতি দিয়ে সচিব করা হয়েছে। 

এই পদোন্নতি ও রদবদলে করে বৃহস্পতিবারের স্বাক্ষরিত আদেশ শুক্রবার জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয় জানায়। 

মো. দিলোয়ার বখত সুনামগঞ্জ শহরের উত্তর আরপিন নগরে ১৯৬১ সালে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৮৬ সালে চাকুরিতে যোগদান করেন। প্রথমে তিনি নেত্রকোনা কালেকটরেট-এ যোগদান করেন। এরপর তিনি বাঞ্চারামপুর, ব্রাহ্মণবাড়িয়া, ভাঙ্গা ও ফরিদপুর ইউএনও, চট্টগ্রাম ওয়াসার সদস্য, মাগুরা ও রাজশাহীর ডিসি, রংপুর বিভাগের বিভাগীয় কমিশনার ও স্পারসো চেয়ারম্যান হিসেবে কমর্রত ছিলেন। এরপর তিনি মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব ও অতিরিক্ত সচিব হিসেবে নিয়োগ পান।

দিলোয়ার সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করেন। শিক্ষাজীবনের ধারাবাহিকতায় তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি (সম্মান) ও ফলিত পদার্থ বিদ্যা ও ইলেক্ট্রনিক্স-এ এমএসসি পাশ করেন। তিনি সুনামগঞ্জ শহরের উত্তর আরপিন নগরের গজনফর আলী ও রহিমুন্নেছা খাতুরে ছেলে।

ডেইলি বাংলাদেশ/এমআর