Alexa সঙ্গ উপভোগেই তৃপ্তি তাদের!

ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০১৯,   অগ্রহায়ণ ৮ ১৪২৬,   ২৫ রবিউল আউয়াল ১৪৪১

Akash

সঙ্গ উপভোগেই তৃপ্তি তাদের!

বিনোদন ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১১:০০ ৬ নভেম্বর ২০১৯   আপডেট: ১১:৪৬ ৬ নভেম্বর ২০১৯

তারা সুতারিয়া এবং আদর জেইন

তারা সুতারিয়া এবং আদর জেইন

রূপালি পর্দায় আসার পর থেকেই অভিনয়শিল্পীরা আলোচনায় থাকেন। সিনেমার পাশাপাশি নিজেদের ব্যক্তিগত জীবনের অনেক কিছুই যেন চলে আসে মিডিয়াতে।

ঠিক যেমনটা ঘটেছে স্টুডেন্ট অব দি ইয়ার-টু সিনেমাখ্যাত নায়িকা তারা সুতারিয়ার ক্ষেত্রেও। অভিনয়ের পাশাপাশি বলিউডের আরেক অভিনেতা আদর জেইনের সঙ্গে প্রেমে মজে আছেন তিনি। 

সম্প্রতি দীপাবলী উপলক্ষে বচ্চন পরিবারের পার্টিতে একসঙ্গে হাজির হয়েছিলেন তারা-জেইন। এরপর নতুন করে তাদের ঘিরে চর্চা শুরু হয়। আদর জেইনের সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে প্রশ্ন করা হলে অভিনেত্রী বলেন, আমাদে একসঙ্গে ঘুরতে ও সময় কাটাতে ভালো লাগে। সে আমার কাছে বিশেষ একজন মানুষ। এছাড়া আমরা পরস্পরের সঙ্গ উপভোগ করেই তৃপ্তি পাই।

এর আগে অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গেও তার প্রেমের গুঞ্জনও চাউর হয়েছিলো।

ডেইলি বাংলাদেশ/টিএএস