Alexa সখিপুরে নিখোঁজ সেই কলেজছাত্রের মরদেহ উদ্ধার

ঢাকা, মঙ্গলবার   ১৭ সেপ্টেম্বর ২০১৯,   আশ্বিন ২ ১৪২৬,   ১৭ মুহররম ১৪৪১

Akash

সখিপুরে নিখোঁজ সেই কলেজছাত্রের মরদেহ উদ্ধার

টাঙ্গাইল প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ০০:১৬ ২০ আগস্ট ২০১৯   আপডেট: ০৮:১৬ ২০ আগস্ট ২০১৯

ফাইল ছবি

ফাইল ছবি

টাঙ্গাইলের সখীপুরে সাঁতার কেটে নদী পার হওয়ার সময় নিখোঁজ কলেজছাত্র তামিরুল ইসলামের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

সোমবার সন্ধ্যায় উপজেলার দাড়িয়াপুরের বংশাই নদীর পার থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মৃত তামিরুল উপজেলার দাড়িয়াপুর গ্রামের আবু হানিফ মিয়ার ছেলে।

দাড়িয়াপুর ইউপি চেয়ারম্যান আনছার আলী আসিফ বলেন, দাড়িয়াপুর এসএ উচ্চ বিদ্যালয় পাশ দিয়ে বংশাই নদী বয়ে গেছে। নদীর স্রোতে ডুবে যাওয়া তামিরুলকে উদ্ধার করতে স্থানীয়রা অনেক চেষ্টা করে ব্যর্থ হন। পরে স্থানীয় ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়। তাদের মাধ্যমে ময়মনসিংহ অঞ্চলের ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে এসে তার মরদেহ উদ্ধার করে।

ডেইলি বাংলাদেশ/এমকেএ